Ajker Patrika

কনসার্টে কৈলাস খেরকে পানির বোতল ছুড়ে মারল শ্রোতা

কনসার্টে কৈলাস খেরকে পানির বোতল ছুড়ে মারল শ্রোতা

ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পিতে গতকাল রোববার লাইভ অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক কৈলাস খের। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

কড়া নিরাপত্তার মধ্যেও দর্শক সারি থেকে পানির বোতল ছুড়ে মারা হয় কৈলাস খেরের দিকে। এরপর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন। 

কৈলাস খের শুধু হিন্দি ভাষায় গান গাচ্ছিলেন। সেখানে উপস্থিত প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক কৈলাসকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। এরপরেও হিন্দি ভাষায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় গায়কের ওপর বোতল ছুড়ে মারা হয়। 

পুলিশের তথ্য অনুযায়ী, প্রদীপ (২২) ও সুরাহ (২১) নামে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 

গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব, সমাপনী ছিল গতকাল। উৎসবের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাস খের ছাড়াও এতে আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা। 

 ২০০০ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় কৈলাস খেরের। এরপর ‘ওয়েসা ভি হোতা হ্যায় পার্ট ২’ সিনেমার ‘আল্লা কে বান্দে…’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘মঙ্গল পান্ডে’, ‘করপোরেট’ থেকে ‘বাহুবলী’র মতো সিনেমায় কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন কৈলাস।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত