Ajker Patrika

সমীরের সুরে সুমনের সংগীতে গাইলেন শুভমিতা

সমীরের সুরে সুমনের সংগীতে গাইলেন শুভমিতা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন গান সুর করেছেন বাংলাদেশের আলাউদ্দিন মাহমুদ সমীর। সুমন কল্যাণের সংগীত আয়োজনে গানটি গাইলেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘তুমি দুঃখ দিয়ো এ মনে’ শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ মুরাদ।

এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় শুভমিতা বলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরও একটি বাংলা গান গাইলাম। গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে জড়িয়ে থাকা সব কলাকুশলী ও বাদ্যযন্ত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। খুব আনন্দ করে গানটি গেয়েছি। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। এই কামনা করছি।’

সুমন কল্যানসুরকার আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘সুমন কল্যাণের অনুরোধেই গানটির সুর করা। পুরো আয়োজন আসলে সুমনের। তিনিই পুরো সংগীতায়োজন করে শুভমিতার সঙ্গে যোগাযোগ করে পুরো গানটি করেছেন। সবার মিলিত প্রচেষ্টাতেই গানটি তৈরি সম্ভব হয়েছে।’

আলাউদ্দিন মাহমুদ সমীরসংগীতায়োজক সুমন কল্যাণ বলেন, ‘গানটির সুর ও সংগীত করেছি বাংলাদেশেই। শিল্পী শুভমিতা কলকাতার স্টুডিও থেকে কণ্ঠ দিয়েছেন। আজ (গতকাল) গানের অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রগুলো বাজানো শেষ হলে মাস্টারিং শুরু করব। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি শ্রোতাদের একটি সুন্দর বাংলা গান উপহার দিতে। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

আসছে দুর্গাপূজা উপলক্ষে গানটি কাঙাল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত