করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে