করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৭ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১ দিন আগে