Ajker Patrika

প্রকাশ্যে ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের লুক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ০৩
প্রকাশ্যে ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের লুক

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান শুরু করেছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং। এতে শাকিবের নায়িকা চরিত্রে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। গতকাল শুক্রবার থেকে ভারতের বেনারসে শুরু হয়েছে এর শুটিং। এদিনই সামনে এসেছে অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব-সোনালের লুক।

বাংলাদেশে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের তরফে প্রকাশিত এই লুকে একেবারেই অন্যরকম হয়ে ধরা দিয়েছেন শাকিব। তাঁর পরনে টি-শার্টের ওপর ক্যাজুয়াল শার্ট ও উষ্কখুষ্ক চুলে তাঁর গলায় লকেট। আর শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন সোনাল। লুকটি প্রকাশের পর ভক্তদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই নায়ক-নায়িকা।

‘দরদ’ সিনেমার সংবাদ সম্মেলনে শাকিব-সোনাল। ছবি: সংগৃহীত এদিকে শুটিং শুরুর আগে মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাকিব-সোনাল। সেখানে এই সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। শাকিব বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। আমি মনে করি এটা একটা ইউনিক গল্পের সিনেমা হতে যাচ্ছে। ভারতের সঙ্গে এই কোলাবোরেশন আশা করছি ভালো হবে।’

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত