বিনোদন ডেস্ক
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। আজ সকাল ৮টায় সেই ইতিহাসের যবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত।
উমা দাশগুপ্ত পেশায় ছিলেন শিক্ষক। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সেরেও উঠছিলেন প্রথম দিকে। কিন্তু আবারও তাঁর শরীরে ক্যানসারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা শুরু হয় তাঁর। মাস খানিক আগে তাঁর মৃত্যুর খবরও ছড়ায়। তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুটা সত্য হয়েই ধরা দিল।
শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাঁকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়।
উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, ‘তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদিও তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়েই বুঝি চলে গেলেন উমাদি।’
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। আজ সকাল ৮টায় সেই ইতিহাসের যবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত।
উমা দাশগুপ্ত পেশায় ছিলেন শিক্ষক। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সেরেও উঠছিলেন প্রথম দিকে। কিন্তু আবারও তাঁর শরীরে ক্যানসারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা শুরু হয় তাঁর। মাস খানিক আগে তাঁর মৃত্যুর খবরও ছড়ায়। তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যুটা সত্য হয়েই ধরা দিল।
শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাঁকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়।
উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, ‘তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদিও তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়েই বুঝি চলে গেলেন উমাদি।’
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
১৬ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১ দিন আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১ দিন আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১ দিন আগে