শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদ্দীন তাঁদের গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনিচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে চলছে লোকেশন দেখার কাজও।
কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে থাকবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ও কস্টিউম ডিরেক্টর চিত্রলেখা গুহ। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। সিনেমাটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস। সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথী, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক এক সময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাঁধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থে কবি জসীম উদ্দীন তাঁদের গল্প বলেছেন কবিতার ছন্দে।
বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা বানাচ্ছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র পর এটিই হতে যাচ্ছে নির্মাতার নতুন কাহিনিচিত্র। জানা গেছে, কাব্যগ্রন্থের নামেই সিনেমাটির নাম রাখা হবে। এ সিনেমায় সোজন-দুলী চরিত্রে কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী বাছাই চলছে বলে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে চলছে লোকেশন দেখার কাজও।
কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে থাকবেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। সম্পাদনা করবেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। কাস্টিং ও কস্টিউম ডিরেক্টর চিত্রলেখা গুহ। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ। সিনেমাটি প্রযোজনা করবে কিনো-আই ফিল্মস। সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে