Ajker Patrika

নিজেকে এর আগে এত অসহায় লাগেনি: পরীমণি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪: ২৪
নিজেকে এর আগে এত অসহায় লাগেনি: পরীমণি

ছেলে রাজ্যের চিকিৎসায় বর্তমানে ভারতে আছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে রাস্তার ধার থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি ও তাঁর ছেলে রাজ্য। পরীমণি কিছুটা সুস্থ হলেও রাজ্য অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান অভিনেত্রী। সেখান থেকে একজন মায়ের অসহায়ত্বের কথা ফেসবুকে লিখেছেন তিনি।

কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পরীমণি লিখেছেন, ‘নিজেকে এর আগে এত অসহায় লাগেনি।’ পরীমণির পোস্ট থেকেই বোঝা যায়, ছেলে রাজ্য এখনো অসুস্থ। আর সন্তানের অসুস্থায় যেন প্রকাশ পেয়েছে মায়ের অসহায়ত্ব। তাই তিনি সাহায্য চেয়েছেন স্রষ্টার। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ সহায়।’

রাজ্যকে নিয়ে পরীমণির ভারতযাত্রার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় চয়নিকা লেখেন, ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম (পরীর ছেলে) খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই।’

ছেলে রাজ্যর সঙ্গে পরীমণিসবার কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত