সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু অভিনয় করেছেন চা–বাগানের শ্রমিক হিসেবে।
অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মহরত হয়েছে ছবিটির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘জখম’ ছবিতে অপুর নায়ক হবেন জায়েদ খান। একটি বিশেষ চরিত্রে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এতে ঋতুপর্ণার ভূমিকা কী হবে, খোলাসা করেননি নির্মাতা।
অপূর্ব রানা বলেছেন, ‘এরই মধ্যে ছবির পুরো প্রস্তুতি শেষ। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। ঋতুপর্ণা, অপু ও জায়েদ খানের সঙ্গে চুক্তি হয়েছে। শুটিংয়ের লোকেশনও ঠিক করে রেখেছি আমরা। শুটিং হবে ঢাকা ও বান্দরবানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা শুটিং শুরু করব।’
‘জখম’–এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শুধু অপু বিশ্বাসের চরিত্রের বৈচিত্র্য দেখা যাবে তা নয়। বদল আসবে নায়ক জায়েদ খানের লুকেও। নির্মাতা বলেছেন, ‘নায়ককে তিনটি গেটআপে দেখব আমরা। একটা ভদ্র ছেলে, আরেকটা রাফ ছেলে, আরেকটা বিশেষ লুক তৈরি করা হয়েছে জায়েদের জন্য।’
‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।
সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু অভিনয় করেছেন চা–বাগানের শ্রমিক হিসেবে।
অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মহরত হয়েছে ছবিটির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘জখম’ ছবিতে অপুর নায়ক হবেন জায়েদ খান। একটি বিশেষ চরিত্রে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এতে ঋতুপর্ণার ভূমিকা কী হবে, খোলাসা করেননি নির্মাতা।
অপূর্ব রানা বলেছেন, ‘এরই মধ্যে ছবির পুরো প্রস্তুতি শেষ। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। ঋতুপর্ণা, অপু ও জায়েদ খানের সঙ্গে চুক্তি হয়েছে। শুটিংয়ের লোকেশনও ঠিক করে রেখেছি আমরা। শুটিং হবে ঢাকা ও বান্দরবানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা শুটিং শুরু করব।’
‘জখম’–এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শুধু অপু বিশ্বাসের চরিত্রের বৈচিত্র্য দেখা যাবে তা নয়। বদল আসবে নায়ক জায়েদ খানের লুকেও। নির্মাতা বলেছেন, ‘নায়ককে তিনটি গেটআপে দেখব আমরা। একটা ভদ্র ছেলে, আরেকটা রাফ ছেলে, আরেকটা বিশেষ লুক তৈরি করা হয়েছে জায়েদের জন্য।’
‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে