Ajker Patrika

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪: ২৫
শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। চোখে কালো সানগ্লাস, কাপড়ে মুখ ঢাকা, বাতাসে উড়ছে লম্বা চুল, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাকু ছুড়ে মারলেন! এমন অ্যাকশন লুকে দেখা দিলেন শাকিব।

 ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক ভিডিওটি গতকাল সন্ধ্যা ৭টায় শাকিব খানের ফ্যান পেজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে।

ইতিমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হলের মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এই চলচ্চিত্রের ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে রহস্যময় শাকিবপরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ‘শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হলের মালিকেরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেনসর হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে “প্রিয়তমা” চলবে। হলের মালিক থেকে দর্শকেরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের প্রত্যাশা পূরণ করবে “প্রিয়তমা”।’

প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন–পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত