Ajker Patrika

অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে যা বললেন বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৯: ১৪
অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে যা বললেন বুবলী

ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে তা প্রকাশ পায়। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বুবলীর প্রসঙ্গে সে অনুষ্ঠানে অপু বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। ওনাকে আমি ঘৃণা করি।’

অপু বিশ্বাসের এমন মন্তব্য চুপ থাকেননি শবনম বুবলী। এবার নিজের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। সরাসরি কারও নাম না নিলেও, সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন তিনি। শবনম বুবলী লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকা দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে সম্পর্ক আগেও ভালো ছিল না, ছাড়াছাড়ির পরও উন্নতি হয়নি। ঢালিউডের দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যের প্রকাশ।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত