Ajker Patrika

ডিসেম্বরে আসছে সাইদুল আনাম টুটুলের শেষ ছবি ‘কালবেলা’

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ৩৬
ডিসেম্বরে আসছে সাইদুল আনাম টুটুলের শেষ ছবি ‘কালবেলা’

‘কালবেলা’ নামে নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন ‘আধিয়ার’খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুল। এটি ২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি। ছবির কাজ শেষ করার আগেই ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জীবনের ইতি টানেন টুটুল। প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন তিনি। এরপর বাকি অংশের কাজ করেন তাঁর সহধর্মিণী ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম। তাঁর হাত ধরেই আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সাইদুল আনাম টুটুলের জীবনের শেষ ছবি ‘কালবেলা’।

মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। গল্পের প্রধান চরিত্র সানজিদার ভূমিকায় অভিনয় করেছেন তাহমিনা অথৈ। ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’খ্যাত অথৈর এটাই প্রথম চলচ্চিত্র।

শুটিংয়ে নির্মাতা সাইদুল আনাম টুটুলসহ ‘কালবেলা’ টিমঅথৈ বলেন, ‘টুটুল ভাই ছিলেন আমার অভিভাবক। তাঁর হাত ধরেই আমার চলচ্চিত্রযাত্রা শুরু। আমরা অধীর হয়ে আছি ‘কালবেলা’র মুক্তির জন্য। একটি অসাধারণ গল্পের ছবি এটি।’

২০১৯ সালের ডিসেম্বরেই পুরোপুরি তৈরি হয়ে যায় ছবিটি। সেন্সর ছাড়পত্রও পেয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া যায়নি। এরই মধ্যে চলতি বছরের ১৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছবির সংগীত পরিচালক ফরিদ আহমেদ। না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিন্টু ও সুনীল নামের আরও দুজন অভিনেতা।

‘কালবেলা’ ছবিতে সানজিদা চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈপ্রযোজক মোবাশ্বেরা খানম জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে হল নিয়ে কথা হয়েছে। আলোচনা চলছে অন্যদের সঙ্গেও। ছবির মুক্তির তারিখ পেতে জমা দেওয়া হয়েছে প্রযোজক পরিবেশক সমিতিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত