বলিউডের নতুন সিনেমা ‘উঁচাই’। এতে অভিনয় করেছেন বলিউডের চার ‘জ্যেষ্ঠ’ গুণী অভিনেতা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সুরাজ বারজাতিয়া।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে খুব ভালোভাবে শুরু করতে পারেনি, কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়েছে ‘উঁচাই’। বিস্ময়কর হারে দ্বিতীয় দিনে ছবিটির আয় বেড়েছে ১০১ শতাংশ।
গত শুক্রবার (১১ নভেম্বর) মাত্র ৪৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। নায়ক-নায়িকার উপস্থিতি নেই বিধায় হল মালিকেরা তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু মুক্তির পর সবার ধারণায় পরিবর্তন এনেছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্য মতে, প্রথম দিন ‘উঁচাই’র আয় ছিল ১ কোটি ৮১ লাখ রুপি। কিন্তু দ্বিতীয় দিন আয় ১০১ শতাংশ বেড়ে হয়েছে ৩ কোটি ৬৪ লাখ রুপি। ফলে দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ রুপিতে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, রোববার (১৩ নভেম্বর) ছবিটির দর্শক আরও বেড়েছে। তাঁর ধারণা এদিন ৫ কোটির বেশি আয় হয়েছে সিনেমাটির, যার সুবাদে মুক্তির প্রথম সপ্তাহের তিন দিনেই ছবিটির আয় ডাবল ডিজিট ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
‘উঁচাই’ প্রযোজনা করেছে বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশ্রী। এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে পারিবারিক দর্শক ফিরছে বলেও মনে করেন তরণ আদর্শ। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে, বিশেষ করে করোনার পর থেকে এই ধরনের মাঝারি আয়োজনের সিনেমাগুলোর জন্য এ রকম পারিবারিক দর্শক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তবে ‘উঁচাই’ সেই কাজটি করে দেখাচ্ছে।’
এদিকে সর্বশেষ মুক্তি পাওয়া বলিউডের অন্য তিনটি ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেগুলো হলো ‘ডাবল এক্সএল’ ‘ফোন ভূত’ ও ‘মিলি’। সেসব সিনেমায় ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, জাহ্নবী কাপুরের মতো হাল তারকারা অভিনয় করার পরেও বক্স অফিসে সুবিধা করতে পারছে না কেউই। অন্যদিকে অমিতাভ-অনুপম-বোমানের মতো ‘জ্যেষ্ঠ’ তারকাদের ছবি দেখার জন্য ভিড় বাড়ছে দর্শকের।
বলিউডের নতুন সিনেমা ‘উঁচাই’। এতে অভিনয় করেছেন বলিউডের চার ‘জ্যেষ্ঠ’ গুণী অভিনেতা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সুরাজ বারজাতিয়া।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে খুব ভালোভাবে শুরু করতে পারেনি, কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়েছে ‘উঁচাই’। বিস্ময়কর হারে দ্বিতীয় দিনে ছবিটির আয় বেড়েছে ১০১ শতাংশ।
গত শুক্রবার (১১ নভেম্বর) মাত্র ৪৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। নায়ক-নায়িকার উপস্থিতি নেই বিধায় হল মালিকেরা তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু মুক্তির পর সবার ধারণায় পরিবর্তন এনেছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্য মতে, প্রথম দিন ‘উঁচাই’র আয় ছিল ১ কোটি ৮১ লাখ রুপি। কিন্তু দ্বিতীয় দিন আয় ১০১ শতাংশ বেড়ে হয়েছে ৩ কোটি ৬৪ লাখ রুপি। ফলে দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ রুপিতে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, রোববার (১৩ নভেম্বর) ছবিটির দর্শক আরও বেড়েছে। তাঁর ধারণা এদিন ৫ কোটির বেশি আয় হয়েছে সিনেমাটির, যার সুবাদে মুক্তির প্রথম সপ্তাহের তিন দিনেই ছবিটির আয় ডাবল ডিজিট ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
‘উঁচাই’ প্রযোজনা করেছে বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশ্রী। এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে পারিবারিক দর্শক ফিরছে বলেও মনে করেন তরণ আদর্শ। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে, বিশেষ করে করোনার পর থেকে এই ধরনের মাঝারি আয়োজনের সিনেমাগুলোর জন্য এ রকম পারিবারিক দর্শক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তবে ‘উঁচাই’ সেই কাজটি করে দেখাচ্ছে।’
এদিকে সর্বশেষ মুক্তি পাওয়া বলিউডের অন্য তিনটি ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেগুলো হলো ‘ডাবল এক্সএল’ ‘ফোন ভূত’ ও ‘মিলি’। সেসব সিনেমায় ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, জাহ্নবী কাপুরের মতো হাল তারকারা অভিনয় করার পরেও বক্স অফিসে সুবিধা করতে পারছে না কেউই। অন্যদিকে অমিতাভ-অনুপম-বোমানের মতো ‘জ্যেষ্ঠ’ তারকাদের ছবি দেখার জন্য ভিড় বাড়ছে দর্শকের।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে