কলকাতায় মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরী সিনেমা ‘অপরাজিত’। প্রশংসা ও ব্যবসা দুটোই সমানতালে মিলেছে এই সিনেমার কপালে। তবে সম্প্রতি সিনেমাটির নামে থিম চুরির অভিযোগ তুলেছেন প্রযোজক কুণাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ২০১২ সালে তারা ‘পথের পাঁচালী’ বানানোর জার্নি নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছিল। ওই ভাবনা চুরি করে সিনেমা বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর ক্ষতির মুখে পড়েছে সাধু ব্রাদার্স।
নোটিশে বলা হয়েছে, ‘অনীক দত্ত বা অপরাজিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল। আমাদের সিনেমা ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিতর প্রযোজক ফিরদৌসুল হাসানও!’
এর আগে কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ঘটনা নিয়ে সিনেমাটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে সিনেমা। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের সিনেমার কাজ চলছে। সেই সিনেমাটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’
কলকাতায় মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরী সিনেমা ‘অপরাজিত’। প্রশংসা ও ব্যবসা দুটোই সমানতালে মিলেছে এই সিনেমার কপালে। তবে সম্প্রতি সিনেমাটির নামে থিম চুরির অভিযোগ তুলেছেন প্রযোজক কুণাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ২০১২ সালে তারা ‘পথের পাঁচালী’ বানানোর জার্নি নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছিল। ওই ভাবনা চুরি করে সিনেমা বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর ক্ষতির মুখে পড়েছে সাধু ব্রাদার্স।
নোটিশে বলা হয়েছে, ‘অনীক দত্ত বা অপরাজিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল। আমাদের সিনেমা ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিতর প্রযোজক ফিরদৌসুল হাসানও!’
এর আগে কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ঘটনা নিয়ে সিনেমাটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে সিনেমা। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের সিনেমার কাজ চলছে। সেই সিনেমাটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে