একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও হৃদ্রোগে ভুগছেন। নিয়মিতই চলছিল তাঁর চিকিৎসা। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসা নিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। তাঁর স্ত্রী সাবিহা জামান জানিয়েছেন, গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। গতকাল তাঁর অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মাসুম আজিজের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে।
অভিনয়শিল্পীর পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর। বিশ্ববিদ্যালয়জীবন থেকে থিয়েটারের সঙ্গে জড়িত মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকের পাশাপাশি ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া সরকারি অনুদানে নির্মিত ‘সনাতন গল্প’ সিনেমার পরিচালক তিনি। এ বছর একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।
অন্যদিকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। নিজের ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় তোলা ছবি পোস্ট করে নিজেই খবরটি নিশ্চিত করেছেন রবি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে তাঁর কী হয়েছে সে বিষয়ে কিছু জানাননি। এ বিষয়ে তাঁর ফোন নম্বরে যোগাযোগ করা হলে কোনো রকম সাড়া পাওয়া যায়নি।
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও হৃদ্রোগে ভুগছেন। নিয়মিতই চলছিল তাঁর চিকিৎসা। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসা নিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। তাঁর স্ত্রী সাবিহা জামান জানিয়েছেন, গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। গতকাল তাঁর অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মাসুম আজিজের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে।
অভিনয়শিল্পীর পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর। বিশ্ববিদ্যালয়জীবন থেকে থিয়েটারের সঙ্গে জড়িত মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকের পাশাপাশি ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া সরকারি অনুদানে নির্মিত ‘সনাতন গল্প’ সিনেমার পরিচালক তিনি। এ বছর একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।
অন্যদিকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। নিজের ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় তোলা ছবি পোস্ট করে নিজেই খবরটি নিশ্চিত করেছেন রবি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে তাঁর কী হয়েছে সে বিষয়ে কিছু জানাননি। এ বিষয়ে তাঁর ফোন নম্বরে যোগাযোগ করা হলে কোনো রকম সাড়া পাওয়া যায়নি।
পুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
৬ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। এটি থিয়েটার ফ্যাক্টরির পঞ্চম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।
৭ ঘণ্টা আগেআরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। ছেলের প্রথম সিরিজের প্রিভিউ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান ও গৌরী খান। ২০ আগস্ট সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনাও করেছেন শাহরুখ।
৭ ঘণ্টা আগে১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।
১১ ঘণ্টা আগে