Ajker Patrika

জীবনসায়াহ্নে কার অপেক্ষায় শাকিব খান

আপডেট : ২০ জুন ২০২৩, ১৯: ০৩
জীবনসায়াহ্নে কার অপেক্ষায় শাকিব খান

আজ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিয়তমা’র নতুন লুক। সাদা চুল দাড়িতে বয়োজ্যেষ্ঠর চরিত্রে দেখা মিলল অন্য এক শাকিবের। নতুন লুকের পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, ‘আছি তোমারই অপেক্ষায়’ লাইনটি। ক্যাপশন এবং লুক দেখে ধারণা করা যায় জীবনের সায়াহ্নে প্রিয় কোনো মানুষের অপেক্ষায় আছেন শাকিব।

লুকটি প্রকাশের পরই রীতিমতো ভাইরাল। লুকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে এটি। পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’

গত শনিবার প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক ভিডিও। চোখে কালো সানগ্লাস, কাপড়ে মুখ ঢাকা, বাতাসে উড়ছে লম্বা চুল, পরনে জিনস জ্যাকেটে অ্যাকশন লুকে দেখা দেন শাকিব। ফার্স্ট লুক ভিডিওটি শাকিব খানের ফ্যান পেজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গেই অনলাইনে রীতিমতো ঝড় তোলে।

ইতিমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। বর্তমানে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হলের মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এই চলচ্চিত্রের ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ‘শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হলের মালিকেরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছেন। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেন্সর হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস, সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে “প্রিয়তমা” চলবে। হলের মালিক থেকে দর্শকেরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের প্রত্যাশা পূরণ করবে “প্রিয়তমা”।’

প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত