বিনোদন প্রতিবেদক
ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।
এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।
মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’
হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’
কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’
দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:
ঢাকা: বছর পাঁচেক আগে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। ওই সময় ‘নিয়তি’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মাহিরই ওই সিনেমায় অভিনয় করা হয়নি। ফলে প্রযোজনার পরিকল্পনা থমকে গিয়েছিল সেখানেই।
এতদিন পর এসে অনেকটা নীরবে নিজের প্রযোজনায় একটি ওয়েব কনটেন্ট বানিয়ে ফেললেন মাহি। নাম ‘এইডা কপাল’। ত্রিশ মিনিট দৈর্ঘ্যের কনটেন্টটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এর টিজার প্রকাশ হয়েছেন অনলাইনে। গতবছর হয়েছে শুটিং।
মাহিয়া মাহি বলছেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’
হঠাৎ প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করে মনে হলো প্রযোজনা করব, করে ফেললাম।’
এর শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করে মাহি বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা শুটে যাব, তখন থেকে টানা বৃষ্টি। কাজ আর হচ্ছে না। কিন্তু কয়েকদিন পর যখন আমি শুটিং শুরু করলাম, তখন ঠিকই বৃষ্টি থেমে গেল। বিষয়টা এখনও মনে আছে।’
কনটেন্টটি কোথায় মুক্তি পাবে জানতে চাইলে বলেন, ‘এটি ঈদ উপলক্ষ্যে আমাদের উপহার। আমরা একটা বছর এটা আটকে রেখেছিলাম। এটা দর্শকরা ইউটিউবেই দেখতে পাবেন। কোনো অ্যাপে এটি যাচ্ছে না।’
দেখুন মাহি প্রযোজিত ‘এইডা কপাল’ এর টিজার:
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে