Ajker Patrika

ঈদে মুক্তির তালিকায় নওশাবার সিনেমা ‘মেঘনা কন্যা’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২০
ঈদে মুক্তির তালিকায় নওশাবার সিনেমা ‘মেঘনা কন্যা’

‘মেঘনা কন্যা’ শিরোনামের সিনেমা নির্মাণ করেছেন পরিচালক ফুয়াদ চৌধুরী। নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। দেশের বাইরে প্রদর্শিত হলেও এবার জানা গেল, ‘মেঘনা কন্যা’ সিনেমাটি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী নিজেই।

নির্মাতা ফুয়াদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে মুক্তি দেওয়া হয়নি। যারা সিনেমাটি দেখেছে তারা সবাই বলেছে ‘‘মেঘনা কন্যা’’ ঈদে মুক্তি পাওয়ার মতো সিনেমা। তাই আমরা সবাই সিনেমাটির কলাকুশলীদের কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি।’

নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় বিভিন্ন রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।

‘মেঘনা কন্যা’ চলচ্চিত্রের পোস্টার।আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত সিনেমাটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসাইন, সেমন্তি সৌমি, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ বারী, জয়শ্রীকর জয়া, সাইকা আহমেদ, আমিরুল ইসলাম, শেখ স্বপ্না, সানজিদা মিলা, উপমা আরও অনেকে।

‘মেঘনা কন্যা’র একটি দৃশ্যে নওশাবা।সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত