Ajker Patrika

ফিল্মফেয়ারে পুরষ্কার জিতলেন বাংলাদেশের তিন তারকা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০: ৪২
ফিল্মফেয়ারে পুরষ্কার জিতলেন বাংলাদেশের তিন তারকা

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে কাজ করছেন ঢালিউডের অনেক অভিনয় শিল্পী। কিন্তু ফিল্মফেয়ার পুরষ্কারে সাফল্য ছিল শুধুমাত্র জয়া আহসানের। এবার সাফল্যে সামিল হলেন তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসরে সেরা নবাগতর পুরষ্কার জিতেছেন ফারিণ ও সোহেল। খালি হাতে ফেরেননি জয়া আহসানও। প্রথমবারের মতো পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এটি ফিল্মফেয়ারে জয়ার চতুর্থ পুরষ্কার। 

কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া। নায়িকার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাসনিয়া ফারিণ। পুরষ্কার পেয়ে ফারিণ বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকেরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

অন্যদিকে ইন্দ্রনীল রায় পরিচালিতবাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন সোহেল মণ্ডল। ভিসা না থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। পুরস্কার ঘোষণার মুহূর্তটি ফেসবুকে শেয়ার করে সোহেল মণ্ডল লেখেন, ‘ব্ল্যাকলেডি ঘরে আসছে। সেরা নবাগত অভিনেতার পুরস্কার। ইন্দ্রনীল দাদা ও পুরো ‘মায়ার জঞ্জাল’ টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরস্কারটি আমার সব থিয়েটার সহকর্মী ও বন্ধুদের প্রতি উৎসর্গ করলাম। জীবন সিনেমার চেয়েও বেশি বৈচিত্র্যপূর্ণ।’

শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর। সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত