Ajker Patrika

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘ঈশা খাঁ’

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৪: ১৯
মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘ঈশা খাঁ’

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের নতুন ছবি ‘ঈশা খাঁ’। ঐতিহাসিক প্রেক্ষাপট নির্মিত হয়েছে এই ছবি। এতে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। ডায়েল রহমান পরিচালিত এ ছবির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নির্মাতা। ‘ঈশা খাঁ সিনেমায় অপুর নায়ক ডিএ তায়েব। মূলত, ছবির নাম চরিত্র ‘ঈশা খাঁ’র ভূমিকায় দেখা যাবে ডিএ তায়েবকে।

মোঘল শাসন আমলে সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈসা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোঘল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

সোনামণি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘ঈশা খাঁ’ ইতিহাস নির্ভর ছবি। গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন।’’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত