বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের তথ্যচিত্র ‘সল্ট ইন লাইফ’ জাপানের টোকিও ডক ২০২২-এ শর্ট ডকু ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়ছে। টোকিও ডক ২০২২ ডকুমেন্টারি ফেস্টিভ্যালটি গত বছরের মতো এ বছরও অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় এই আয়োজন।
বিভিন্ন দেশের শতাধিক শর্ট ফিল্মের মাঝে সেরা আটটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সেরার লড়াইয়ে। এই আটটি চলচ্চিত্র থেকে একটিকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে ১৮ নভেম্বর। মেইন পিচ ও শর্ট ডকুমেন্টারি শোকেস—এ দুই শাখায় আয়োজন করা হয় এবারের টোকিও ডকস। শর্ট ডকুমেন্টারি শাখায় বাংলাদেশ থেকে মনোনয়ন পায় মাহফুজা আক্তারের পরিচালনা ও প্রযোজনায় তৈরি ‘সল্ট ইন লাইফ’। আট মিনিট চার সেকেন্ডের এই তথ্যচিত্র মূলত জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় অঞ্চলের মানুষদের নিয়ে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার বাসিন্দা জমিলা বেগমের গল্প। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এখানে দেখা দিচ্ছে প্রতিকূলতা। নোনাপানির কারণে বাড়ছে জলবায়ুগত স্বাস্থ্য সমস্যা। বাড়ছে নারী স্বাস্থ্য সমস্যাসহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ। এসব কারণে ওই অঞ্চলের নারীদের জীবনযাপন হয়ে উঠেছে কষ্টসাধ্য। অথচ এসবের জন্য ওই অঞ্চলের মানুষ কোনোভাবেই দায়ী নয়।
উল্লেখ্য, মাহফুজা আক্তারের ‘তাহমিনা’স কারেজিয়াস জার্নি বাই সাইক্লিং’ ডকুমেন্টারিটি ২০১৮ সালে কালারস অব এশিয়ায় পুরস্কৃত হয়েছিল। তিনি কালারস অব এশিয়া ২০১৭, ওয়ান এশিয়া ২০১৮, পিএমএ গ্লোবাল গ্রান্ট ২০১৯ এবং জাপান প্রাইজ ২০২০ (শীর্ষ পাঁচ ফাইনালিস্ট)সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
জাপান আয়োজিত টোকিও ডকস মূলত এশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রামাণ্যচিত্র প্রদর্শনের একটি বিশেষ আয়োজন, যার মাধ্যমে এই অঞ্চলের প্রামাণ্যচিত্র তৈরি এবং আন্তর্জাতিক কো-প্রোডাকশন তৈরির পথ সুগম করা হয়।
বাংলাদেশের তথ্যচিত্র ‘সল্ট ইন লাইফ’ জাপানের টোকিও ডক ২০২২-এ শর্ট ডকু ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়ছে। টোকিও ডক ২০২২ ডকুমেন্টারি ফেস্টিভ্যালটি গত বছরের মতো এ বছরও অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় এই আয়োজন।
বিভিন্ন দেশের শতাধিক শর্ট ফিল্মের মাঝে সেরা আটটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সেরার লড়াইয়ে। এই আটটি চলচ্চিত্র থেকে একটিকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে ১৮ নভেম্বর। মেইন পিচ ও শর্ট ডকুমেন্টারি শোকেস—এ দুই শাখায় আয়োজন করা হয় এবারের টোকিও ডকস। শর্ট ডকুমেন্টারি শাখায় বাংলাদেশ থেকে মনোনয়ন পায় মাহফুজা আক্তারের পরিচালনা ও প্রযোজনায় তৈরি ‘সল্ট ইন লাইফ’। আট মিনিট চার সেকেন্ডের এই তথ্যচিত্র মূলত জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় অঞ্চলের মানুষদের নিয়ে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার বাসিন্দা জমিলা বেগমের গল্প। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এখানে দেখা দিচ্ছে প্রতিকূলতা। নোনাপানির কারণে বাড়ছে জলবায়ুগত স্বাস্থ্য সমস্যা। বাড়ছে নারী স্বাস্থ্য সমস্যাসহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ। এসব কারণে ওই অঞ্চলের নারীদের জীবনযাপন হয়ে উঠেছে কষ্টসাধ্য। অথচ এসবের জন্য ওই অঞ্চলের মানুষ কোনোভাবেই দায়ী নয়।
উল্লেখ্য, মাহফুজা আক্তারের ‘তাহমিনা’স কারেজিয়াস জার্নি বাই সাইক্লিং’ ডকুমেন্টারিটি ২০১৮ সালে কালারস অব এশিয়ায় পুরস্কৃত হয়েছিল। তিনি কালারস অব এশিয়া ২০১৭, ওয়ান এশিয়া ২০১৮, পিএমএ গ্লোবাল গ্রান্ট ২০১৯ এবং জাপান প্রাইজ ২০২০ (শীর্ষ পাঁচ ফাইনালিস্ট)সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
জাপান আয়োজিত টোকিও ডকস মূলত এশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রামাণ্যচিত্র প্রদর্শনের একটি বিশেষ আয়োজন, যার মাধ্যমে এই অঞ্চলের প্রামাণ্যচিত্র তৈরি এবং আন্তর্জাতিক কো-প্রোডাকশন তৈরির পথ সুগম করা হয়।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
১৭ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
১৭ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
১৭ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
১৮ ঘণ্টা আগে