Ajker Patrika

টোকিও ডকসে বাংলাদেশের সল্ট ইন লাইফ

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৪: ৪৬
টোকিও ডকসে বাংলাদেশের সল্ট ইন লাইফ

বাংলাদেশের তথ্যচিত্র ‘সল্ট ইন লাইফ’ জাপানের টোকিও ডক ২০২২-এ শর্ট ডকু ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়ছে। টোকিও ডক ২০২২ ডকুমেন্টারি ফেস্টিভ্যালটি গত বছরের মতো এ বছরও অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় এই আয়োজন।

বিভিন্ন দেশের শতাধিক শর্ট ফিল্মের মাঝে সেরা আটটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সেরার লড়াইয়ে। এই আটটি চলচ্চিত্র থেকে একটিকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে ১৮ নভেম্বর। মেইন পিচ ও শর্ট ডকুমেন্টারি শোকেস—এ দুই শাখায় আয়োজন করা হয় এবারের টোকিও ডকস। শর্ট ডকুমেন্টারি শাখায় বাংলাদেশ থেকে মনোনয়ন পায় মাহফুজা আক্তারের পরিচালনা ও প্রযোজনায় তৈরি ‘সল্ট ইন লাইফ’। আট মিনিট চার সেকেন্ডের এই তথ্যচিত্র মূলত জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় অঞ্চলের মানুষদের নিয়ে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার বাসিন্দা জমিলা বেগমের গল্প। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এখানে দেখা দিচ্ছে প্রতিকূলতা। নোনাপানির কারণে বাড়ছে জলবায়ুগত স্বাস্থ্য সমস্যা। বাড়ছে নারী স্বাস্থ্য সমস্যাসহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ। এসব কারণে ওই অঞ্চলের নারীদের জীবনযাপন হয়ে উঠেছে কষ্টসাধ্য। অথচ এসবের জন্য ওই অঞ্চলের মানুষ কোনোভাবেই দায়ী নয়।

উল্লেখ্য, মাহফুজা আক্তারের ‘তাহমিনা’স কারেজিয়াস জার্নি বাই সাইক্লিং’ ডকুমেন্টারিটি ২০১৮ সালে কালারস অব এশিয়ায় পুরস্কৃত হয়েছিল। তিনি কালারস অব এশিয়া ২০১৭, ওয়ান এশিয়া ২০১৮, পিএমএ গ্লোবাল গ্রান্ট ২০১৯ এবং জাপান প্রাইজ ২০২০ (শীর্ষ পাঁচ ফাইনালিস্ট)সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

নির্মাতা মাহফুজা আক্তারজাপান আয়োজিত টোকিও ডকস মূলত এশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রামাণ্যচিত্র প্রদর্শনের একটি বিশেষ আয়োজন, যার মাধ্যমে এই অঞ্চলের প্রামাণ্যচিত্র তৈরি এবং আন্তর্জাতিক কো-প্রোডাকশন তৈরির পথ সুগম করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত