আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মা’। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, ‘অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।’
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির। এরপর ‘প্রীতিলতা’ ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি—এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মা’। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, ‘অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।’
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির। এরপর ‘প্রীতিলতা’ ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি—এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১২ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১২ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১২ ঘণ্টা আগে