Ajker Patrika

‘জানোয়ার ২’ হবে আরও ভয়ংকর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২২: ১০
‘জানোয়ার ২’ হবে আরও ভয়ংকর

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর পরিচালনায় ‘জানোয়ার’। গা শিউরে ওঠার মতো সত্য ঘটনা নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তির পর সাড়া ফেলে।

পরিচালক রাফী জানালেন, তিনি ‘জানোয়ার ২’ নির্মাণ করতে যাচ্ছেন। এটিও নির্মিত হবে আরও ভয়ানক এক সত্য ঘটনা নিয়ে।

টার্ণ কমিউনিকেশনের ব্যানারে ‘জানোয়ার’ প্রযোজনা করেছিল সিনেম্যাটিক। এবারও সিনেম্যাটিক অ্যাপে মুক্তি দেওয়া হবে ‘জানোয়ার ২’। এর জন্য ইতিমধ্যে তমা মির্জাকে চূড়ান্ত করেন পরিচালক রাফী।

এর আগে রায়হান রাফীর ওয়েব কনটেন্ট ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ এবং ‘খাঁচার ভিতর অচিন পাখি’-তে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী তমা মির্জা। ‘জানোয়ার ২’ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন,

রাফীর সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। আশা করছি দারুণ কিছু একটা হতে যাচ্ছে। রায়হান রাফী জানান, জানুয়ারির শেষে ‘জানোয়ার ২’-এর শুটিং শুরু হবে। তিন পার্টে নির্মিত হবে। প্রতিটি পার্ট হবে নব্বই মিনিট, তবে এটি সিরিজ নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত