পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’। বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে সিনেমাটি। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত।
তিনজন ট্রাভেল ভ্লগারকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নন্দিনী, এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে। এরা ডুয়ার্সে আসে নিজেদের ট্রাভেল ব্লগ ‘মুসাফিরানা’ তৈরির কাজে। এরপর কী ঘটে, সেটাই দেখার এই ছবিতে।
পরিচালক সুমন মৈত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, চার বন্ধুর অরণ্যে বেড়াতে যাওয়ার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সুমনের কথায়, ‘চারজনের বন্ধুত্বের গল্প ওঠে আসবে সিনেমাটিতে। তাঁদের স্বাধীনতার গল্প ও ভালোবাসার গল্পে আমার সিনেমা ‘‘আবার অরণ্যে দিনরাত্রি’’।
পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন মৈত্রর। রবীন্দ্র সংগীত থাকছে এই ছবিতে। এ ছাড়া এর মৌলিক গান লিখেছেন অর্ণব বসু। সুর দিয়েছেন কৌস্তভ রানা সরকার এবং বাপ্পাদিত্য শুভ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।
সিনেমাটিতে গান গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়, সোহিনী ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায়, কৌস্তভ রানা সরকার, বাপ্পাদিত্য শুভ্র ও কিনকিনি ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’। বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে সিনেমাটি। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত।
তিনজন ট্রাভেল ভ্লগারকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নন্দিনী, এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে। এরা ডুয়ার্সে আসে নিজেদের ট্রাভেল ব্লগ ‘মুসাফিরানা’ তৈরির কাজে। এরপর কী ঘটে, সেটাই দেখার এই ছবিতে।
পরিচালক সুমন মৈত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, চার বন্ধুর অরণ্যে বেড়াতে যাওয়ার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সুমনের কথায়, ‘চারজনের বন্ধুত্বের গল্প ওঠে আসবে সিনেমাটিতে। তাঁদের স্বাধীনতার গল্প ও ভালোবাসার গল্পে আমার সিনেমা ‘‘আবার অরণ্যে দিনরাত্রি’’।
পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন মৈত্রর। রবীন্দ্র সংগীত থাকছে এই ছবিতে। এ ছাড়া এর মৌলিক গান লিখেছেন অর্ণব বসু। সুর দিয়েছেন কৌস্তভ রানা সরকার এবং বাপ্পাদিত্য শুভ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।
সিনেমাটিতে গান গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়, সোহিনী ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায়, কৌস্তভ রানা সরকার, বাপ্পাদিত্য শুভ্র ও কিনকিনি ভট্টাচার্য।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে