Ajker Patrika

অভিনয়ের ১০ বছর পর মুক্তি পাচ্ছে রুমানার ছবি

অভিনয়ের ১০ বছর পর মুক্তি পাচ্ছে রুমানার ছবি

অভিনেত্রী রুমানা খান দীর্ঘদিন ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। ১০ বছর আগে দেশে থাকতে তিনি অভিনয় করেছিলেন ‘এ দেশ তোমার আমার’ ছবিতে। এফ আই মানিকের পরিচালনায় ও ডিপজলের প্রযোজনায় ছবিটি মুক্তি পাচ্ছে এত দিন পর।

জানা গেছে, আগামী ৫ নভেম্বর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে ‘এ দেশ তোমার আমার’। ছবিতে আরও অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, পারভীন সুলতানা দিতি, মিজু আহমেদ, সোহেল রানা, জায়েদ খান, ডিজে সোহেল, আলী রাজ, রুমানা রাব্বানী, রোমানা নীড়, রাবিনা বৃষ্টি, আমান রেজা, আন্না, শাকিল রাজসহ অনেকেই।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ২০১৪ সালে অভিনয় করেন ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে। এরপর রুমানাকে আর অভিনয়ে দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত