Ajker Patrika

দুস্থদের পাশে সাকিব ও নিরব

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২১: ৩৬
দুস্থদের পাশে সাকিব ও নিরব

দুই অঙ্গনের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন। আজ সকালে দুজনে হেলিকপ্টারে উড়ে গেলেন বরিশালের গৌরনদীতে। সেখানে সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দুস্থদের জন্য বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন তাঁরা।

হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ও নিরব হোসেন ঢাকা থেকে হেলিকপ্টারে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন। এ সময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাঁদের অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন সাকিব ও নিরব। এ সময় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। বিকেলে তাঁরা ঢাকায় ফেরেন।

অভিনেতা নিরব বলেন, ‘হঠাৎ করেই বরিশালের গৌরনদীর আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দুস্থদের জন্য বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তাব আসে। এ ধরনে আয়োজনে অংশ নিতে পারলে মানসিক তৃপ্তি পাই। তাই অন্য ব্যস্ততা কমিয়ে চলে যাই গৌরনদীতে। ভালো লাগছে এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত