এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের চারটি সিনেমা। দেশের ‘প্রিয় মালতী’ ও ‘মাকড়সার জাল’-এর সঙ্গে সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের ‘ক্র্যাভেন দ্য হান্টার’ ও ‘মুফাসা: দ্য লায়ন কিং’।
প্রিয় মালতী
কখনো টরন্টো, কখনো কায়রো, কখনো বুসান কিংবা সৌদির রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল—এভাবেই নিজের দুই সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়িয়েছেন মেহাজাবীন চৌধুরী। ফেস্টিভ্যালে নিজের সিনেমা প্রদর্শন নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি মেহজাবীন জানিয়েছিলেন, সিনেমা দুটি দেশের দর্শকদের দেখানোর জন্য মুখিয়ে আছেন তিনি। অপেক্ষার পালা শেষে আজ বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত প্রিয় মালতী।
সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রিয় মালতী বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল সে। আর দশটা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসারজীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিল তারা। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় কেটে যায় সেই ছন্দ। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী প্রমুখ।
মুফাসা: দ্য লায়ন কিং
ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্ল্যাসিক অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর ২০১৯ সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি। জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয়, প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও। পাঁচ বছর পর আসছে দ্য লায়ন কিংয়ের প্রিক্যুয়েল, যার নাম দেওয়া হয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এতে দেখা যাবে লায়ন কিংয়ের আগের গল্প। ছোটবেলায় দুর্ভাগ্যবশত মুফাসা হারিয়ে যায়। জঙ্গলের পথে পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার। তার সঙ্গে বন্ধুত্ব হয় স্কারের। সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে সে। তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা। একসময় সে হয়ে ওঠে জঙ্গলের রাজা। অ্যানিমেশন এই সিনেমা পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আজ বাংলাদেশের সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মুফাসা: দ্য লায়ন কিং।
মাকড়সার জাল
গ্রাম থেকে শহরে এসে চুরি আর ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ে হিমু। পরিবারের কেউ তার অপরাধ সম্পর্কে জানে না। তবে সে এসব থেকে বের হতে চায়। কিন্তু একটি খুনের সঙ্গে জড়িয়ে যায় তার নাম। এমন গল্পে একঝাঁক নতুন মুখ নিয়ে আকাশ আচার্য বানিয়েছেন ‘মাকড়সার জাল’। অভিনয় করেছেন হিমাদ্রী হিমু, সামিহা আক্তার, মাহমুদুল ইসলাম মিঠু, কামাল পাটেকর, জাভেদ চৌধুরী প্রমুখ। নির্মাতা আকাশ আচার্য বলেন, ‘চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। নতুনদের নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সেই ভাবনা থেকে আমার এ সিনেমায় নতুনদের নিয়ে কাজ করা। সিনেমা হলে বসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান, মাকড়সার জাল তেমন একটি সিনেমা।’
ক্র্যাভেন দ্য হান্টার
কমিকসের পাতা থেকে এবারই প্রথম বড় পর্দায় উঠে আসছে ক্র্যাভেন। ১৯৬৪ সালে মার্ভেল কমিকসে প্রথম দেখা যায় ক্র্যাভেনকে; যেখানে সে একজন নির্মম শিকারি। জে সি চান্ড পরিচালিত ‘ক্র্যাভেন দ্য হান্টার’ সিনেমার গল্প ক্র্যাভেনের সঙ্গে তার বাবা নিকোলাই ক্রাভিনোফের সম্পর্ক নিয়ে। তাদের সম্পর্কটি ক্র্যাভেনকে প্রতিশোধের পথে নিয়ে যায়, যেখানে সে বিশ্বের সেরা শিকারি হওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেলর জনসন। আরও আছেন রাসেল ক্রো, আরিয়ানা ডিবোজ, ফ্রেড হেচিনগার, অ্যালেসান্দ্রো নিভোলা প্রমুখ। মুক্তি পাচ্ছ দেশের সিনেপ্লেক্সগুলোতে।
আজ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের চারটি সিনেমা। দেশের ‘প্রিয় মালতী’ ও ‘মাকড়সার জাল’-এর সঙ্গে সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের ‘ক্র্যাভেন দ্য হান্টার’ ও ‘মুফাসা: দ্য লায়ন কিং’।
প্রিয় মালতী
কখনো টরন্টো, কখনো কায়রো, কখনো বুসান কিংবা সৌদির রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল—এভাবেই নিজের দুই সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়িয়েছেন মেহাজাবীন চৌধুরী। ফেস্টিভ্যালে নিজের সিনেমা প্রদর্শন নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি মেহজাবীন জানিয়েছিলেন, সিনেমা দুটি দেশের দর্শকদের দেখানোর জন্য মুখিয়ে আছেন তিনি। অপেক্ষার পালা শেষে আজ বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীন চৌধুরীর। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত প্রিয় মালতী।
সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রিয় মালতী বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল সে। আর দশটা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসারজীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিল তারা। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় কেটে যায় সেই ছন্দ। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী প্রমুখ।
মুফাসা: দ্য লায়ন কিং
ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্ল্যাসিক অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর ২০১৯ সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি। জঙ্গলের রাজা সিম্বার গল্প শুধু ছোটদের কাছেই নয়, প্রিয় হয়ে উঠেছিল বড়দেরও। পাঁচ বছর পর আসছে দ্য লায়ন কিংয়ের প্রিক্যুয়েল, যার নাম দেওয়া হয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এতে দেখা যাবে লায়ন কিংয়ের আগের গল্প। ছোটবেলায় দুর্ভাগ্যবশত মুফাসা হারিয়ে যায়। জঙ্গলের পথে পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে। এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার। তার সঙ্গে বন্ধুত্ব হয় স্কারের। সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে সে। তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা। একসময় সে হয়ে ওঠে জঙ্গলের রাজা। অ্যানিমেশন এই সিনেমা পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আজ বাংলাদেশের সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মুফাসা: দ্য লায়ন কিং।
মাকড়সার জাল
গ্রাম থেকে শহরে এসে চুরি আর ছিনতাইয়ের মতো অপকর্মে জড়িয়ে পড়ে হিমু। পরিবারের কেউ তার অপরাধ সম্পর্কে জানে না। তবে সে এসব থেকে বের হতে চায়। কিন্তু একটি খুনের সঙ্গে জড়িয়ে যায় তার নাম। এমন গল্পে একঝাঁক নতুন মুখ নিয়ে আকাশ আচার্য বানিয়েছেন ‘মাকড়সার জাল’। অভিনয় করেছেন হিমাদ্রী হিমু, সামিহা আক্তার, মাহমুদুল ইসলাম মিঠু, কামাল পাটেকর, জাভেদ চৌধুরী প্রমুখ। নির্মাতা আকাশ আচার্য বলেন, ‘চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। নতুনদের নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সেই ভাবনা থেকে আমার এ সিনেমায় নতুনদের নিয়ে কাজ করা। সিনেমা হলে বসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান, মাকড়সার জাল তেমন একটি সিনেমা।’
ক্র্যাভেন দ্য হান্টার
কমিকসের পাতা থেকে এবারই প্রথম বড় পর্দায় উঠে আসছে ক্র্যাভেন। ১৯৬৪ সালে মার্ভেল কমিকসে প্রথম দেখা যায় ক্র্যাভেনকে; যেখানে সে একজন নির্মম শিকারি। জে সি চান্ড পরিচালিত ‘ক্র্যাভেন দ্য হান্টার’ সিনেমার গল্প ক্র্যাভেনের সঙ্গে তার বাবা নিকোলাই ক্রাভিনোফের সম্পর্ক নিয়ে। তাদের সম্পর্কটি ক্র্যাভেনকে প্রতিশোধের পথে নিয়ে যায়, যেখানে সে বিশ্বের সেরা শিকারি হওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেলর জনসন। আরও আছেন রাসেল ক্রো, আরিয়ানা ডিবোজ, ফ্রেড হেচিনগার, অ্যালেসান্দ্রো নিভোলা প্রমুখ। মুক্তি পাচ্ছ দেশের সিনেপ্লেক্সগুলোতে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে