শনিবার সকাল থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে একটি খবর উড়ে বেড়াচ্ছিল। ‘জখম’ নামের একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। মাসখানেক আগে এ ছবির ঘোষণা হয়েছিল রাজধানীর এক পাঁচতারা হোটেলে।
ছবির নায়ক জায়েদ খান। তাঁর সঙ্গে অপুর জুটি হওয়ার খবরটি তখন বেশ আলোড়ন তুলেছিল। ছবিটির নির্মাতা অপূর্ব রানা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। আজ জানা গেল, ‘জখম’-এ থাকছেন না অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে গেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অপুর বদলে ছবিটিতে কাজ করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শনিবার বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে এলেন অপু বিশ্বাস। ‘জখম’ নিয়ে তিনি কি কিছু বলবেন? কোনো অভিযোগ? কিন্তু লাইভে অপু ‘জখম’ নিয়ে কোনো কথাই বললেন না।
এ প্রসঙ্গ ছাড়াও তাঁর বলার আরও কিছু আছে। কী সেই কথা, যার কারণে ভরদুপুরে লাইভে এলেন ঢালিউড কুইন?
অপু এখন আছেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির কাজ করছেন তিনি। এ ছবিতে অপুর নায়ক জয় চৌধুরী।
অপু বিশ্বাস বলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এ ছবিতে একটি গানে এত বেশি অ্যারেঞ্জমেন্ট পেলাম। এর আগে বড় আয়োজনের ছবিতে কাজ করেছি। কিন্তু মনে হতো, আরেকটু বেশি অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হতো। ঈশ্বরদীতে সকাল থেকে শুটিং করছি একটা গ্রামের সেটে। তো গ্রামের সেট যেমন হওয়া উচিত, যা যা দরকার; সবকিছুই রেখেছেন নির্মাতা। খুবই ভালো লাগছে।’
ছবির সেটে বসেই লাইভে আসেন অপু। ব্যাকগ্রাউন্ডে শট নেওয়ার প্রস্তুতি চলছিল। অপু খানিকটা ঘুরে দেখালেন ছবির সেট। তখন তাঁর চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।
মাঝে অপু বিশ্বাসের ক্যারিয়ারে কিছুটা ধস নেমেছিল। কম বাজেটের কিছু ছবি দিয়ে ফর্মে ফেরার চেষ্টা করছিলেন তিনি। তবে মনে যে আক্ষেপ ছিল, সেটা বোঝা গেল ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির সেটে বসে তাঁর লাইভের আলাপনে।
দেখুন অপু বিশ্বাসের ফেসবুক লাইভ:
শনিবার সকাল থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে একটি খবর উড়ে বেড়াচ্ছিল। ‘জখম’ নামের একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। মাসখানেক আগে এ ছবির ঘোষণা হয়েছিল রাজধানীর এক পাঁচতারা হোটেলে।
ছবির নায়ক জায়েদ খান। তাঁর সঙ্গে অপুর জুটি হওয়ার খবরটি তখন বেশ আলোড়ন তুলেছিল। ছবিটির নির্মাতা অপূর্ব রানা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। আজ জানা গেল, ‘জখম’-এ থাকছেন না অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে গেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অপুর বদলে ছবিটিতে কাজ করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শনিবার বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে এলেন অপু বিশ্বাস। ‘জখম’ নিয়ে তিনি কি কিছু বলবেন? কোনো অভিযোগ? কিন্তু লাইভে অপু ‘জখম’ নিয়ে কোনো কথাই বললেন না।
এ প্রসঙ্গ ছাড়াও তাঁর বলার আরও কিছু আছে। কী সেই কথা, যার কারণে ভরদুপুরে লাইভে এলেন ঢালিউড কুইন?
অপু এখন আছেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির কাজ করছেন তিনি। এ ছবিতে অপুর নায়ক জয় চৌধুরী।
অপু বিশ্বাস বলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এ ছবিতে একটি গানে এত বেশি অ্যারেঞ্জমেন্ট পেলাম। এর আগে বড় আয়োজনের ছবিতে কাজ করেছি। কিন্তু মনে হতো, আরেকটু বেশি অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হতো। ঈশ্বরদীতে সকাল থেকে শুটিং করছি একটা গ্রামের সেটে। তো গ্রামের সেট যেমন হওয়া উচিত, যা যা দরকার; সবকিছুই রেখেছেন নির্মাতা। খুবই ভালো লাগছে।’
ছবির সেটে বসেই লাইভে আসেন অপু। ব্যাকগ্রাউন্ডে শট নেওয়ার প্রস্তুতি চলছিল। অপু খানিকটা ঘুরে দেখালেন ছবির সেট। তখন তাঁর চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।
মাঝে অপু বিশ্বাসের ক্যারিয়ারে কিছুটা ধস নেমেছিল। কম বাজেটের কিছু ছবি দিয়ে ফর্মে ফেরার চেষ্টা করছিলেন তিনি। তবে মনে যে আক্ষেপ ছিল, সেটা বোঝা গেল ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির সেটে বসে তাঁর লাইভের আলাপনে।
দেখুন অপু বিশ্বাসের ফেসবুক লাইভ:
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে