Ajker Patrika

লাইভে হঠাৎ অপু, জানালেন খুশির কারণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬: ১৫
লাইভে হঠাৎ অপু, জানালেন খুশির কারণ

শনিবার সকাল থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে একটি খবর উড়ে বেড়াচ্ছিল। ‘জখম’ নামের একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। মাসখানেক আগে এ ছবির ঘোষণা হয়েছিল রাজধানীর এক পাঁচতারা হোটেলে।

ছবির নায়ক জায়েদ খান। তাঁর সঙ্গে অপুর জুটি হওয়ার খবরটি তখন বেশ আলোড়ন তুলেছিল। ছবিটির নির্মাতা অপূর্ব রানা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। আজ জানা গেল, ‘জখম’-এ থাকছেন না অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে গেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অপুর বদলে ছবিটিতে কাজ করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অপু বিশ্বাসশনিবার বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে এলেন অপু বিশ্বাস। ‘জখম’ নিয়ে তিনি কি কিছু বলবেন? কোনো অভিযোগ? কিন্তু লাইভে অপু ‘জখম’ নিয়ে কোনো কথাই বললেন না।

এ প্রসঙ্গ ছাড়াও তাঁর বলার আরও কিছু আছে। কী সেই কথা, যার কারণে ভরদুপুরে লাইভে এলেন ঢালিউড কুইন?

অপু বিশ্বাস

অপু এখন আছেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির কাজ করছেন তিনি। এ ছবিতে অপুর নায়ক জয় চৌধুরী।

অপু বিশ্বাস বলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এ ছবিতে একটি গানে এত বেশি অ্যারেঞ্জমেন্ট পেলাম। এর আগে বড় আয়োজনের ছবিতে কাজ করেছি। কিন্তু মনে হতো, আরেকটু বেশি অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হতো। ঈশ্বরদীতে সকাল থেকে শুটিং করছি একটা গ্রামের সেটে। তো গ্রামের সেট যেমন হওয়া উচিত, যা যা দরকার; সবকিছুই রেখেছেন নির্মাতা। খুবই ভালো লাগছে।’

অপু বিশ্বাস ও জয় চৌধুরীছবির সেটে বসেই লাইভে আসেন অপু। ব্যাকগ্রাউন্ডে শট নেওয়ার প্রস্তুতি চলছিল। অপু খানিকটা ঘুরে দেখালেন ছবির সেট। তখন তাঁর চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

মাঝে অপু বিশ্বাসের ক্যারিয়ারে কিছুটা ধস নেমেছিল। কম বাজেটের কিছু ছবি দিয়ে ফর্মে ফেরার চেষ্টা করছিলেন তিনি। তবে মনে যে আক্ষেপ ছিল, সেটা বোঝা গেল ‘প্রেম পিরীতির বন্ধন’ ছবির সেটে বসে তাঁর লাইভের আলাপনে।

দেখুন অপু বিশ্বাসের ফেসবুক লাইভ:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত