ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।
চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।
এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।
দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!
বাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’
‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।
‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।
চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।
এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।
দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!
বাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’
‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।
‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে