Ajker Patrika

দেবের ছবি দিয়েই টালিউডে আশার আলো

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ২৬
দেবের ছবি দিয়েই টালিউডে আশার আলো

ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।

চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।

এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।

দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!

‘টনিক’ ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেববাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’

‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।

THUMB‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত