আজ চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। প্রতিবছরই নিজের জন্মদিনটা জমকালো আয়োজনে উদ্যাপন করেন তিনি। অনেকেই ভেবেছিলেন কারামুক্তির পর পরীমণির যাপিত জীবনে পরিবর্তন আসবে। জন্মদিনের আয়োজনেও পড়বে সেই প্রভাব। কিন্তু পরীমণি তাঁর ব্যক্তিগত জীবনকে আগের মতোই স্বাভাবিক রেখেছেন। এবারের জন্মদিনও বিগত বছরের মতো আয়োজন করেই উদ্যাপন করবেন তিনি।
ফেসবুকে ভিন্ন ইঙ্গিত
পরীমণি ভিন্ন ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন: ‘এক লোক একটা আস্ত গরু গ্রিল করে তাঁর মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে—কে কোথায় আছো, আমাদের সাহায্য করো। কিছুসংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তাঁরা শুনতেই পাননি! যাঁরা সাহায্যের জন্য এলেন, তাঁরা পেটপুরে মজাদার সেই খাবার খেলেন।’
পরী গল্পে আরও লেখেন: ‘বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন: আমাদের শুভাকাঙ্ক্ষীরা কোথায়?’ মেয়েটি বলল, যাঁরা এসেছেন তাঁরাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তাঁরা খাবার খেতে আসেননি। এসেছেন আগুন নেভাতে। এঁরাই আমাদের আপনজন।’ গল্প শেষে পরীমণি লেখেন: ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’ কথাগুলো লেখার কারণ স্পষ্ট হয় একদম শেষের হ্যাশট্যাগের লেখা থেকে। পরী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন: ‘২৪ অক্টোবর ফ্যাক্ট’।
ড্রেস কোড
প্রতিবছর পরীমণি তাঁর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। গত বছরের জন্মদিনে ড্রেস কোড ছিল সবুজ। এবারের আয়োজনে পুরুষের জন্য সাদা আর নারীর জন্য লাল রঙের ড্রেস কোড নির্বাচন করে দিয়েছেন তিনি।
আয়োজনে কমতি নেই
গত বছর পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তার আগেরবার হোটেল সোনারগাঁওয়ে। আর এবারের আয়োজন হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে। আয়োজনের প্রস্তুতি শেষ। সব ঠিক থাকলে সেখানেই সন্ধ্যার পর বসবে লাল-সাদার আসর।
জন্মদিনের প্রথম প্রহর
সন্ধ্যার পর জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে কাটে পরীর। সকালটায় সময় দেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, তাদের সঙ্গে কাটেন কেক, বিতরণ করেন উপহারসামগ্রী। আজকের দিনটিও একইভাবে কাটাবেন বলে জানিয়েছেন পরী।
শুটিং থেকে ছুটি
পরীমণি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং করছেন। জন্মদিন উপলক্ষে শুটিং থেকে এক দিনের ছুটি নিয়েছেন তিনি। জন্মদিনের আয়োজন শেষ করে কালই ফিরবেন শুটিংয়ে।
আজ চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। প্রতিবছরই নিজের জন্মদিনটা জমকালো আয়োজনে উদ্যাপন করেন তিনি। অনেকেই ভেবেছিলেন কারামুক্তির পর পরীমণির যাপিত জীবনে পরিবর্তন আসবে। জন্মদিনের আয়োজনেও পড়বে সেই প্রভাব। কিন্তু পরীমণি তাঁর ব্যক্তিগত জীবনকে আগের মতোই স্বাভাবিক রেখেছেন। এবারের জন্মদিনও বিগত বছরের মতো আয়োজন করেই উদ্যাপন করবেন তিনি।
ফেসবুকে ভিন্ন ইঙ্গিত
পরীমণি ভিন্ন ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন: ‘এক লোক একটা আস্ত গরু গ্রিল করে তাঁর মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে—কে কোথায় আছো, আমাদের সাহায্য করো। কিছুসংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তাঁরা শুনতেই পাননি! যাঁরা সাহায্যের জন্য এলেন, তাঁরা পেটপুরে মজাদার সেই খাবার খেলেন।’
পরী গল্পে আরও লেখেন: ‘বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন: আমাদের শুভাকাঙ্ক্ষীরা কোথায়?’ মেয়েটি বলল, যাঁরা এসেছেন তাঁরাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তাঁরা খাবার খেতে আসেননি। এসেছেন আগুন নেভাতে। এঁরাই আমাদের আপনজন।’ গল্প শেষে পরীমণি লেখেন: ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’ কথাগুলো লেখার কারণ স্পষ্ট হয় একদম শেষের হ্যাশট্যাগের লেখা থেকে। পরী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন: ‘২৪ অক্টোবর ফ্যাক্ট’।
ড্রেস কোড
প্রতিবছর পরীমণি তাঁর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। গত বছরের জন্মদিনে ড্রেস কোড ছিল সবুজ। এবারের আয়োজনে পুরুষের জন্য সাদা আর নারীর জন্য লাল রঙের ড্রেস কোড নির্বাচন করে দিয়েছেন তিনি।
আয়োজনে কমতি নেই
গত বছর পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তার আগেরবার হোটেল সোনারগাঁওয়ে। আর এবারের আয়োজন হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে। আয়োজনের প্রস্তুতি শেষ। সব ঠিক থাকলে সেখানেই সন্ধ্যার পর বসবে লাল-সাদার আসর।
জন্মদিনের প্রথম প্রহর
সন্ধ্যার পর জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে কাটে পরীর। সকালটায় সময় দেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, তাদের সঙ্গে কাটেন কেক, বিতরণ করেন উপহারসামগ্রী। আজকের দিনটিও একইভাবে কাটাবেন বলে জানিয়েছেন পরী।
শুটিং থেকে ছুটি
পরীমণি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং করছেন। জন্মদিন উপলক্ষে শুটিং থেকে এক দিনের ছুটি নিয়েছেন তিনি। জন্মদিনের আয়োজন শেষ করে কালই ফিরবেন শুটিংয়ে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১২ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১২ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১২ ঘণ্টা আগে