Ajker Patrika

বিয়ের এক মাস পূর্তিতে ডিনার ডেটে রণলিয়া

আপডেট : ১৫ মে ২০২২, ১৫: ৪৩
বিয়ের এক মাস পূর্তিতে ডিনার ডেটে রণলিয়া

গেল ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল শনিবার বিয়ের এক মাস পূর্ণ হলো এই দম্পতির। তাইতো দিনটি বিশেষভাবেই উদ্‌যাপন করলেন তাঁরা। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দিনটিতে রণবীরের সঙ্গে ফ্রেমবন্দী বেশ কিছু রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। এ ছাড়া এক মাস পূর্তি উপলক্ষে রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন তাঁরা। নির্মাতা-প্রযোজক করণ জোহরের নতুন রেস্তোরাঁয় গিয়েছিলেন এই জাস্ট ম্যারেড কাপল। দুজনের পরনে ছিল খুব ক্যাজুয়াল পোশাক। আকাশি রঙের প্রিন্টেড সামার আউটফিটে দেখা মিলেছে আলিয়ার। আর রণবীরের পরেন বেশ সাদামাটা ধূসর রঙের শার্ট ও কালো প্যান্ট। দুজনের মুখেই ছিল মাস্ক। 

রণবীরের সঙ্গে ফ্রেমবন্দী বেশ কিছু রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। ছবি: ইনস্টাগ্রামপ্রায় পাঁচ বছর প্রণয়ের পর গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া জুটি। সেখানে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে।

রণবীরের সঙ্গে ফ্রেমবন্দী বেশ কিছু রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। ছবি: ইনস্টাগ্রামশিগগিরই পর্দায় এই জুটিকে দেখতে পাবেন দর্শক। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত