Ajker Patrika

অজয়ের হাতে এত ছবি!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৪
অজয়ের হাতে এত ছবি!

সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।

শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।

মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত