সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।
সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে