সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।
সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১১ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১২ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১২ ঘণ্টা আগে