আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এর আগে কিং খানের ছবি ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। মাঝে প্রায় ৪ বছরের বিরতি। কেন এই দীর্ঘ বিরতি, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘জিরো’ সিনেমাটি নামের প্রতি সুবিচার করায় বেশ কষ্ট পান শাহরুখ, বক্স অফিসে পুরো ফ্লপ হয় ছবিটি। বেশ কয়েক মাস কোনো নতুন ছবির কাজ করবেন না বলে তখনই ঘোষণা দেন তিনি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই বিরতি যে এতটা দীর্ঘ হবে, তা ভাবেননি। হয়তো সেই ততোটা দীর্ঘ হতো, যদি অভূতপূর্ব ভয়াবহ অতিমারীর দীর্ঘস্থায়ী সংক্রমণ বিশ্বে না আসত।
‘জিরো’ নিয়ে শাহরুখ বলেন, ছবিটির জন্য তিনি অনেক খেটেছিলেন। কিন্তু কোনো কারণে তা বক্স অফিসে চলেনি। তাঁর ভাষ্যমতে, ‘ছবিটা কারও ভালো লাগেনি’, আর এই বিষয়টি খুব খারাপ লেগেছিল তাঁর। তাই তিনি বিরতি নিতে চেয়েছিলেন।
ছবিতে অভিনয় না করলে কী করবেন? ওই সাক্ষাৎকারে এমন প্রশ্নের হাস্যরসাত্মক উত্তর দেন শাহরুখ। তিনি বলেন, ‘পাঠান ক্যাটারিং, বাজিগর বেকারি আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মিষ্টির দোকান খুলব।’
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এর আগে কিং খানের ছবি ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। মাঝে প্রায় ৪ বছরের বিরতি। কেন এই দীর্ঘ বিরতি, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘জিরো’ সিনেমাটি নামের প্রতি সুবিচার করায় বেশ কষ্ট পান শাহরুখ, বক্স অফিসে পুরো ফ্লপ হয় ছবিটি। বেশ কয়েক মাস কোনো নতুন ছবির কাজ করবেন না বলে তখনই ঘোষণা দেন তিনি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই বিরতি যে এতটা দীর্ঘ হবে, তা ভাবেননি। হয়তো সেই ততোটা দীর্ঘ হতো, যদি অভূতপূর্ব ভয়াবহ অতিমারীর দীর্ঘস্থায়ী সংক্রমণ বিশ্বে না আসত।
‘জিরো’ নিয়ে শাহরুখ বলেন, ছবিটির জন্য তিনি অনেক খেটেছিলেন। কিন্তু কোনো কারণে তা বক্স অফিসে চলেনি। তাঁর ভাষ্যমতে, ‘ছবিটা কারও ভালো লাগেনি’, আর এই বিষয়টি খুব খারাপ লেগেছিল তাঁর। তাই তিনি বিরতি নিতে চেয়েছিলেন।
ছবিতে অভিনয় না করলে কী করবেন? ওই সাক্ষাৎকারে এমন প্রশ্নের হাস্যরসাত্মক উত্তর দেন শাহরুখ। তিনি বলেন, ‘পাঠান ক্যাটারিং, বাজিগর বেকারি আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মিষ্টির দোকান খুলব।’
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৩ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৩ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৩ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৩ ঘণ্টা আগে