বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।
গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।
সে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?
১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।
এবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।
তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।
বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।
গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।
সে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?
১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।
এবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।
তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।
অনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
৫ ঘণ্টা আগেসালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
৮ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
৯ ঘণ্টা আগেদুই যুগের বেশি একসঙ্গে আছেন জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাঁদের। শোবিজের কোনো অনুষ্ঠানেও একত্রে যান না তাঁরা। এ থেকে অনেকে ধরে নেন, ভালো নেই জাহিদ-মৌর সংসার।
১১ ঘণ্টা আগে