২০০০ সালের ৩০ জুন মুক্তি পায় কারিনা কাপুর খানের প্রথম ছবি ‘রিফিউজি’। সে হিসাবে বলিউডে ২১ বছর পূর্ণ হলো এই অভিনেত্রীর। ‘রিফিউজি’তে কারিনার সঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। এ ছবি দিয়ে দুজনেই পা রেখেছিলেন হিন্দি সিনেমার ঝলমলে জগতে।
‘২১ পূর্তি’—বিষয়টি নিয়ে তাই ভীষণ উচ্ছ্বসিত কারিনা। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেত্রী বলছেন, ‘হাসি-আনন্দ-আশীর্বাদ-প্রেরণা-আবেগের ২১ বছর। আরও ২১ পেরিয়ে যেতে চাই। যাঁরা আমাকে এত বছর ধরে ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন; তাঁদের সবাইকে ধন্যবাদ।’
বিশেষ এই দিনে তারকা-নির্মাতা-প্রযোজক-ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বলিউড বেবো। অভিনেত্রীর ওই ভিডিওর কমেন্টবক্সে শুভকামনা জানিয়েছেন বলিউড তারকারা। অভিনেত্রীর খুব কাছের বান্ধবী অমৃতা অরোরা অনেকগুলো লাভ ইমোজি পাঠিয়েছেন। সংগীতশিল্পী নীতি মোহন পুরোনো স্মৃতি তুলে এনে লিখেছেন, ‘রিফিউজি দেখার স্মৃতি এখনো মনে আছে। প্রথম দিন প্রথম শোতে ছবিটি দেখেছিলাম।’
‘রিফিউজি’ দিয়ে ক্যারিয়ার শুরুর আগে কারিনার কাছে ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবির প্রস্তাব এসেছিল। কিন্তু ওই ছবি করতে দিতে নারাজ ছিল কাপুর পরিবার। তাই জুনিয়র বচ্চনের সঙ্গেই বেবোর হাতেখড়ি হয় বলিউডে। অভিষেককে নিয়ে কোনো আপত্তি ছিল না কাপুর পরিবারের।
আপত্তি ছিল না কারিনার নিজেরও। কারণ, অভিষেককে কারিনা আগে থেকেই চিনতেন। প্রায়ই কথাবার্তা হতো তাঁদের। ওই সময় কারিশমা কাপুরের সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্ক চলছিল। কাপুর পরিবারের জামাই হওয়ার কথা ছিল তাঁর। সেটে অভিষেককে তাই কারিনা জিজু বলেই ডাকতেন।
২১ বছরের দীর্ঘ যাত্রায় কারিনার ক্যারিয়ারে জমা পড়েছে একগুচ্ছ দর্শকপ্রিয় সিনেমা। ‘কাভি খুশি কাভি গাম’, ‘চামেলি’, ‘জব উই মেট’, ‘হিরোইন’, ‘ওমকারা’, ‘থ্রি ইডিয়টস’, ‘বডিগার্ড’—সিনেমাগুলো কারিনার সুপারস্টার হয়ে ওঠার একেকটি ধাপ। মুক্তির অপেক্ষায় আছে কারিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
অনেক কিছু দিয়েছেন তিনি বলিউডকে। নিজেও পেয়েছেন পরিবার-সংসার। দীর্ঘ বছর একসঙ্গে অভিনয়ের পর সাইফ আলি খানকে বিয়ে করেন ২০১২ সালে। তাঁদের সংসার আলো করে আছে দুই সন্তান–বড় ছেলে তৈমুর আর ছোট ছেলের নাম এখনো প্রকাশ করেননি সাইফ-কারিনা।
২০০০ সালের ৩০ জুন মুক্তি পায় কারিনা কাপুর খানের প্রথম ছবি ‘রিফিউজি’। সে হিসাবে বলিউডে ২১ বছর পূর্ণ হলো এই অভিনেত্রীর। ‘রিফিউজি’তে কারিনার সঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। এ ছবি দিয়ে দুজনেই পা রেখেছিলেন হিন্দি সিনেমার ঝলমলে জগতে।
‘২১ পূর্তি’—বিষয়টি নিয়ে তাই ভীষণ উচ্ছ্বসিত কারিনা। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেত্রী বলছেন, ‘হাসি-আনন্দ-আশীর্বাদ-প্রেরণা-আবেগের ২১ বছর। আরও ২১ পেরিয়ে যেতে চাই। যাঁরা আমাকে এত বছর ধরে ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন; তাঁদের সবাইকে ধন্যবাদ।’
বিশেষ এই দিনে তারকা-নির্মাতা-প্রযোজক-ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বলিউড বেবো। অভিনেত্রীর ওই ভিডিওর কমেন্টবক্সে শুভকামনা জানিয়েছেন বলিউড তারকারা। অভিনেত্রীর খুব কাছের বান্ধবী অমৃতা অরোরা অনেকগুলো লাভ ইমোজি পাঠিয়েছেন। সংগীতশিল্পী নীতি মোহন পুরোনো স্মৃতি তুলে এনে লিখেছেন, ‘রিফিউজি দেখার স্মৃতি এখনো মনে আছে। প্রথম দিন প্রথম শোতে ছবিটি দেখেছিলাম।’
‘রিফিউজি’ দিয়ে ক্যারিয়ার শুরুর আগে কারিনার কাছে ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবির প্রস্তাব এসেছিল। কিন্তু ওই ছবি করতে দিতে নারাজ ছিল কাপুর পরিবার। তাই জুনিয়র বচ্চনের সঙ্গেই বেবোর হাতেখড়ি হয় বলিউডে। অভিষেককে নিয়ে কোনো আপত্তি ছিল না কাপুর পরিবারের।
আপত্তি ছিল না কারিনার নিজেরও। কারণ, অভিষেককে কারিনা আগে থেকেই চিনতেন। প্রায়ই কথাবার্তা হতো তাঁদের। ওই সময় কারিশমা কাপুরের সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্ক চলছিল। কাপুর পরিবারের জামাই হওয়ার কথা ছিল তাঁর। সেটে অভিষেককে তাই কারিনা জিজু বলেই ডাকতেন।
২১ বছরের দীর্ঘ যাত্রায় কারিনার ক্যারিয়ারে জমা পড়েছে একগুচ্ছ দর্শকপ্রিয় সিনেমা। ‘কাভি খুশি কাভি গাম’, ‘চামেলি’, ‘জব উই মেট’, ‘হিরোইন’, ‘ওমকারা’, ‘থ্রি ইডিয়টস’, ‘বডিগার্ড’—সিনেমাগুলো কারিনার সুপারস্টার হয়ে ওঠার একেকটি ধাপ। মুক্তির অপেক্ষায় আছে কারিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
অনেক কিছু দিয়েছেন তিনি বলিউডকে। নিজেও পেয়েছেন পরিবার-সংসার। দীর্ঘ বছর একসঙ্গে অভিনয়ের পর সাইফ আলি খানকে বিয়ে করেন ২০১২ সালে। তাঁদের সংসার আলো করে আছে দুই সন্তান–বড় ছেলে তৈমুর আর ছোট ছেলের নাম এখনো প্রকাশ করেননি সাইফ-কারিনা।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে