Ajker Patrika

অমিতাভের হটসিটে সবচেয়ে কাছের মানুষ

অমিতাভের হটসিটে সবচেয়ে কাছের মানুষ

২১ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচার হয় এই জনপ্রিয় টিভি শো। বলিউডের কোনো সুপারস্টার বাকি নেই যিনি এই খেলায় অংশগ্রহণ করেননি।

তবে অমিতাভের সবচেয়ে কাছের দুই মানুষই এই খেলায় অংশ নেওয়ার সুযোগ পাননি এতদিন। অবশেষে কেবিসির মঞ্চে হাজির হলেন তাঁরা। কেবিসির ১০০০তম এপিসোডে অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি। বলিউড শাহেনশাহ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এরা আমার সবচেয়ে কাছের মানুষ।

অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি

১৩তম সিজনেই ১০০০তম এপিসোডে পা রাখল কেবিসি। আর ১০০০তম এপিসোড মানে স্পেশাল তো হওয়ারই ছিল। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে হট সিটে হাজির করলেন অমিতাভ বচ্চন।

টুইটারে এই খবর জানিয়েছেন অমিতাভ নিজেই। সঙ্গে সেট থেকে টুইটারে মেয়ে ও নাতনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ‘বিগ বি’। সেই ছবিতে দেখা যাচ্ছে ‘সিনিয়র বচ্চন’-এর দুইপাশে হাসিমুখে উপস্থিত নব্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দা। ছবির সঙ্গে ক্যাপশনে শাহেনশাহ লিখেছেন, ‘কন্যারা সবথেকে প্রিয়, এটা ওদেরই দুনিয়া’।

অমিতাভ বচ্চন

কেবিসি-র ১০০০তম এপিসোডে কেন এলেন এই দুজন? অমিতাভ জানিয়েছেন, স্পেশাল এই পর্বের জন্য চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে অনুরোধ করেছিল, পরিবারের কাউকে অতিথি করে আনার জন্য। ফলে শ্বেতা ও নভ্যাকেই নিয়ে এসেছেন অমিতাভ। এই বিশেষ পর্বের সন্ধ্যাকে ‘গর্বের বিশেষ মুহূর্ত’ বলেছেন অমিতাভ।

অমিতাভ বচ্চনঅমিতাভ বচ্চন লিখেছেন, ‘আর পাঁচজনের মতো এই দুজনও তাঁদের মনের দেওয়ালের মধ্যে জমে থাকা নানান কথা প্রকাশ করেছেন। পরিবারে ডাইনিং টেবিলের গল্প এবার এই শোতেও দর্শক দেখতে পাবেন। এক বাবা ও এক নানা হিসেবে এদিন আমি এক দারুণ মুহূর্তের সাক্ষী হয়েছি, তা হলফ করে বলতে পারি।’

আগামী সপ্তাহেই প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত