বলিউডে তিন দশক কাটিয়ে ফেললেন শাহরুখ খান। ক্যারিয়ারের সময় যে ব্যবসায়িক সফলতা পেয়েছেন তা কিন্তু নয়, টানা ফ্লপও দেখতে হয়েছে তাঁকে। তবুও কখনো হার মানেননি তিনি। নিজেকে ভেঙেছেন, গড়েছেন। চমকে দিয়েছেন অনুরাগীদের। শাহরুখের সঙ্গে কাজ করা প্রায় সকলেই এক বাক্যে মেনে নিয়েছেন তাঁর এই খ্যাতি, জনপ্রিয়তা সবটাই তাঁর কঠিন পরিশ্রমের ফসল।
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কিছু কাজের স্মৃতিচারণ করেন। ভারতী সিং ও হর্ষ লাম্বাচিয়ার পডকাস্টে ফারাহ এদিন শাহরুখের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, এই ইন্ডাস্ট্রিতে ৩২ বছর কাটিয়ে ফেলা সত্ত্বেও এখনো গানের রিহার্সাল করতে চান তিনি। এই কোরিওগ্রাফার যখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি কি পাগল হলে নাকি?’ এমন কথা শুনেও নাকি শাহরুখ জোরাজুরি করতে থাকেন রিহার্সালের জন্য।
সর্বশেষ মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ গানের জন্য দীর্ঘসময় রিহার্সাল করেন শাহরুখ। গানটির কোরিওগ্রাফার তথা বন্ধু ফারাহ অবাক হোন শাহরুখের এই ডেডিকেশনে।
এ ছাড়া এদিন ফারাহ অতীতের এক ঘটনা স্মরণ করেন। তিনি জানান তাঁর পরিচালিত সিনেমা ‘ম্যায় হু না’র একটি দৃশ্যে শাহরুখ খানকে শার্টলেস অবস্থায় ধরা দিতে বলেন। কিন্তু সদ্যই তাঁর পিঠের সার্জারি কারণে শাহরুখ তা করতে পারেননি। তবে বলিউড বাদশাহ কথা দিয়েছিলেন ফারাহর সিনেমাতেই তিনি প্রথমবার শার্ট খুলে ধরা দেবেন। এরপর ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘দার্দ ডিসকো’ গানে শাহরুখ প্রথমবারের মতো শার্টবিহীন অবস্থায় ধরা দেন।
গানটির শুটিংয়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন ফারাহ। জানিয়েছেন শাহরুখের ডেডিকেশনের কথা। পানি পান করলে যেহেতু শরীর ফুলে যায়, তাই গানটির শুটিংয়ের সময় দুই দিন পানি পান করেননি শাহরুখ। কিন্তু এর জন্য অন্য বিপদ দেখা দিয়েছিল। অভিনেতার দেহে ক্র্যাম্প ধরে যাচ্ছিল, এমনকি তিনি ঠিক ভাবে নাচতেও পারছিলেন না তখন।
শাহরুখ খান এবং ফারাহ খান দীর্ঘদিনের বন্ধু। ১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রের মাধ্যমে কোরিওগ্রাফিতে ফারাহর কর্মজীবন শুরু। এরপর তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘মনসুন ওয়েডিং’-এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেন। তিনি কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি জিতেছেন ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার।
প্রসঙ্গত, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।
বলিউডে তিন দশক কাটিয়ে ফেললেন শাহরুখ খান। ক্যারিয়ারের সময় যে ব্যবসায়িক সফলতা পেয়েছেন তা কিন্তু নয়, টানা ফ্লপও দেখতে হয়েছে তাঁকে। তবুও কখনো হার মানেননি তিনি। নিজেকে ভেঙেছেন, গড়েছেন। চমকে দিয়েছেন অনুরাগীদের। শাহরুখের সঙ্গে কাজ করা প্রায় সকলেই এক বাক্যে মেনে নিয়েছেন তাঁর এই খ্যাতি, জনপ্রিয়তা সবটাই তাঁর কঠিন পরিশ্রমের ফসল।
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কিছু কাজের স্মৃতিচারণ করেন। ভারতী সিং ও হর্ষ লাম্বাচিয়ার পডকাস্টে ফারাহ এদিন শাহরুখের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, এই ইন্ডাস্ট্রিতে ৩২ বছর কাটিয়ে ফেলা সত্ত্বেও এখনো গানের রিহার্সাল করতে চান তিনি। এই কোরিওগ্রাফার যখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি কি পাগল হলে নাকি?’ এমন কথা শুনেও নাকি শাহরুখ জোরাজুরি করতে থাকেন রিহার্সালের জন্য।
সর্বশেষ মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ গানের জন্য দীর্ঘসময় রিহার্সাল করেন শাহরুখ। গানটির কোরিওগ্রাফার তথা বন্ধু ফারাহ অবাক হোন শাহরুখের এই ডেডিকেশনে।
এ ছাড়া এদিন ফারাহ অতীতের এক ঘটনা স্মরণ করেন। তিনি জানান তাঁর পরিচালিত সিনেমা ‘ম্যায় হু না’র একটি দৃশ্যে শাহরুখ খানকে শার্টলেস অবস্থায় ধরা দিতে বলেন। কিন্তু সদ্যই তাঁর পিঠের সার্জারি কারণে শাহরুখ তা করতে পারেননি। তবে বলিউড বাদশাহ কথা দিয়েছিলেন ফারাহর সিনেমাতেই তিনি প্রথমবার শার্ট খুলে ধরা দেবেন। এরপর ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘দার্দ ডিসকো’ গানে শাহরুখ প্রথমবারের মতো শার্টবিহীন অবস্থায় ধরা দেন।
গানটির শুটিংয়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন ফারাহ। জানিয়েছেন শাহরুখের ডেডিকেশনের কথা। পানি পান করলে যেহেতু শরীর ফুলে যায়, তাই গানটির শুটিংয়ের সময় দুই দিন পানি পান করেননি শাহরুখ। কিন্তু এর জন্য অন্য বিপদ দেখা দিয়েছিল। অভিনেতার দেহে ক্র্যাম্প ধরে যাচ্ছিল, এমনকি তিনি ঠিক ভাবে নাচতেও পারছিলেন না তখন।
শাহরুখ খান এবং ফারাহ খান দীর্ঘদিনের বন্ধু। ১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রের মাধ্যমে কোরিওগ্রাফিতে ফারাহর কর্মজীবন শুরু। এরপর তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘মনসুন ওয়েডিং’-এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেন। তিনি কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি জিতেছেন ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার।
প্রসঙ্গত, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
১৬ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১৮ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৮ ঘণ্টা আগে