মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। এই মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়াতে তাই গুজরাটে উড়ে গেলেন তিনি। সেখানকার কচ্ছ জেলার ভূজ শহরের কোতাই গ্রামে তাঁর সেই বন্ধুর বাড়ি। যেখানে বিখ্যাত ‘লগান’ ছবির শুটিং হয়েছিল। আর শুটিংয়ের মাধ্যমেই কচ্ছ জেলার কোতাই গ্রামের বাসিন্দা মহাবীর চাঁদের সঙ্গে আমিরের বন্ধুত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আমির খান বলেন, ‘আমি এই খারাপ খবর পেয়ে হঠাৎ এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লগানের সময় আমরা এখানে প্রায় এক বছর ছিলাম। সে সময় এখানে ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল (সোমবার) আমি তাঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। তাঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গেছে। আমি শুনে হতবাক হয়েছি, তাই আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।’
যোগ করে অভিনেতা আরও বলেন, ‘আমি যখন এই খারাপ খবর শুনি, তখন আমি দক্ষিণে, সঙ্গে সঙ্গেই আমি আমার অন্য পরিকল্পনা পরিবর্তন করে এখানে চলে এসেছি। জীবন অনিশ্চিত এবং সবাইকে অবশেষে এই দুঃখজনক মুহূর্তের মুখোমুখি হতে হয়। দুঃখের সময়ে, আমি আমার বন্ধুর পাশে দাঁড়াতে, তাঁর কাছে থাকতে চেয়েছিলাম। সন্তান হারানো যেকোনো বাবা-মায়ের কাছেই অবিশ্বাস্যভাবে কঠিন।’
প্রসঙ্গত, বর্তমানে আমির খানের ব্যস্ততা পরবর্তী সিনেমা ‘লাহোর: ১৯৪৭’ নিয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা রয়েছে সানি দেওলের।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। এই মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়াতে তাই গুজরাটে উড়ে গেলেন তিনি। সেখানকার কচ্ছ জেলার ভূজ শহরের কোতাই গ্রামে তাঁর সেই বন্ধুর বাড়ি। যেখানে বিখ্যাত ‘লগান’ ছবির শুটিং হয়েছিল। আর শুটিংয়ের মাধ্যমেই কচ্ছ জেলার কোতাই গ্রামের বাসিন্দা মহাবীর চাঁদের সঙ্গে আমিরের বন্ধুত্ব।
ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আমির খান বলেন, ‘আমি এই খারাপ খবর পেয়ে হঠাৎ এখানে চলে এসেছি। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দানা ভাই, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লগানের সময় আমরা এখানে প্রায় এক বছর ছিলাম। সে সময় এখানে ছয় মাস শুটিং করেছি। দানা ভাই তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল (সোমবার) আমি তাঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। তাঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গেছে। আমি শুনে হতবাক হয়েছি, তাই আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।’
যোগ করে অভিনেতা আরও বলেন, ‘আমি যখন এই খারাপ খবর শুনি, তখন আমি দক্ষিণে, সঙ্গে সঙ্গেই আমি আমার অন্য পরিকল্পনা পরিবর্তন করে এখানে চলে এসেছি। জীবন অনিশ্চিত এবং সবাইকে অবশেষে এই দুঃখজনক মুহূর্তের মুখোমুখি হতে হয়। দুঃখের সময়ে, আমি আমার বন্ধুর পাশে দাঁড়াতে, তাঁর কাছে থাকতে চেয়েছিলাম। সন্তান হারানো যেকোনো বাবা-মায়ের কাছেই অবিশ্বাস্যভাবে কঠিন।’
প্রসঙ্গত, বর্তমানে আমির খানের ব্যস্ততা পরবর্তী সিনেমা ‘লাহোর: ১৯৪৭’ নিয়ে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা রয়েছে সানি দেওলের।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৪ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৮ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৯ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৩ ঘণ্টা আগে