Ajker Patrika

থ্রি ইডিয়টসের শুটিংয়ে কি সত্যিই মদ্যপান করেছিলেন আমির-মাধবনরা

থ্রি ইডিয়টসের শুটিংয়ে কি সত্যিই মদ্যপান করেছিলেন আমির-মাধবনরা

সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।

‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।

এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।

মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’

‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই দৃশ্য। ছবি: সংগৃহীতএদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।

উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত