অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে