সুপারস্টার হওয়ার পথটা মিঠুন চক্রবর্তীর কাছে সহজ ছিল না। অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের পথ নিজে তৈরী করেছেন। মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা। মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই। আর সেই প্রতিভা খুজবেন মিঠুন।
কালার্স টিভির নতুন রিয়ালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। এই শোয়ের মাধ্যমে মিঠুন চক্রবর্তী ফের টেলিভিশন পর্দায় বিচারক হয়ে আসছেন। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।
নতুন এই রিয়ালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ‘আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালার্স চ্যানেলকে ধন্যবাদ।’
মিঠুনের সঙ্গে বিচারকের আসনে থাকবেন পরিচালক করণ জোহর। এই বলিউড পরিচালক বলেন, ‘এই ধরনের রিয়ালিটি শো সত্য়িই হওয়া প্রয়োজন। তবেই না নতুন নতুন প্রতিভা সবার সামনে আসতে পারবে। আমার মনে হয় কালার্সের এই শো জনপ্রিয় হবে সব শ্রেণি মানুষের কাছে।’
শোয়ের প্রযোজনা করছেন ফ্রেমস প্রোডাকশনস। গায়ক, জাদুকর, নৃত্যশিল্পী, স্টান্টম্যান, কমেডিয়ানদের মধ্যে বাছাই হবে সেরা কে, কার প্রতিভা সেরা। এখানে যার যে প্রতিভা আছে তা থেকেই চ্যাম্পিয়ন বাছাই হবে।
সুপারস্টার হওয়ার পথটা মিঠুন চক্রবর্তীর কাছে সহজ ছিল না। অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের পথ নিজে তৈরী করেছেন। মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা। মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই। আর সেই প্রতিভা খুজবেন মিঠুন।
কালার্স টিভির নতুন রিয়ালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। এই শোয়ের মাধ্যমে মিঠুন চক্রবর্তী ফের টেলিভিশন পর্দায় বিচারক হয়ে আসছেন। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।
নতুন এই রিয়ালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ‘আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালার্স চ্যানেলকে ধন্যবাদ।’
মিঠুনের সঙ্গে বিচারকের আসনে থাকবেন পরিচালক করণ জোহর। এই বলিউড পরিচালক বলেন, ‘এই ধরনের রিয়ালিটি শো সত্য়িই হওয়া প্রয়োজন। তবেই না নতুন নতুন প্রতিভা সবার সামনে আসতে পারবে। আমার মনে হয় কালার্সের এই শো জনপ্রিয় হবে সব শ্রেণি মানুষের কাছে।’
শোয়ের প্রযোজনা করছেন ফ্রেমস প্রোডাকশনস। গায়ক, জাদুকর, নৃত্যশিল্পী, স্টান্টম্যান, কমেডিয়ানদের মধ্যে বাছাই হবে সেরা কে, কার প্রতিভা সেরা। এখানে যার যে প্রতিভা আছে তা থেকেই চ্যাম্পিয়ন বাছাই হবে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৩৮ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে