রণবীর-আলিয়ার বিয়ে গত কয়েক দিন ধরে বলিউডের টপ অব দ্য টাউন। ভারতীয় সংবাদমাধ্যমের বিনোদন পাতা ভরপুর বলিউডের হার্থথ্রুব এই কাপলের বিয়ের খবরে। রণবীর- আলিয়ার ভক্তের সংখ্যা বাংলাদেশেও নেহাত কম নয়। ক্যারিয়ারে দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা। ভক্তদের মধ্যে তাই এই বিয়ে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল (বুধবার) রণবীরের মা, নীতু কাপুর জানিয়ে দিয়েছেন আজ (১৪ই এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া।
কোথায় হচ্ছে রণবীর- আলিয়ার বিয়ে
আজ গণেশ পূজা দিয়ে আলিয়া আর রণবীরের বিয়ের শুভারম্ভ হবে। আজ-ই আলিয়ার হাতে লাগানো হবে রণবীরের নামের মেহেদী। কাপুর পরিবার মেহেদী অনুষ্ঠানের জন্য তারকা মেহেদি শিল্পী বীনা নাগদাকে আনছেন না বলে খবর। পালি হিলের ‘বাস্তু’ আবাসনে আলিয়া আর রণবীরের বিয়ের নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আবাসনের একই বিল্ডিংয়ে রণবীর আর আলিয়ার অ্যাপার্টমেন্ট আছে। তাদের ‘বাস্তু’-কে আলো আর নানা ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাস্তু’-র নতুন সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। আলিয়া-রণবীরের বিয়েতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। মুম্বাইয়ের নামকরা সুরক্ষা এজেন্সি ‘৯/১১’ -কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।
কখন হবে বিয়ের অনুষ্ঠান
পাঞ্জাবি রীতি মেনে মহেশ ভাট ও সোনি রাজদানের ছোট মেয়েকে বিয়ে করবেন রণবীর। পরিবার সূত্রে খবর, সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হবে। দুপুর ২ থেকে ৩টার মধ্যে সাত পাক ঘোরা শুরু হবে, ওটাই নির্ধারিত মহরত।
বিয়ের অনুষ্ঠানে কেমন সাজবেন রণবীর-আলিয়া
জানা যাচ্ছে, দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।
কারা কারা আমন্ত্রিত বিয়ের অনুষ্ঠানে
রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মাত্র ২৮ জন অতিথি। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত। অতিথি সংখ্যা সীমিত হলেও আয়োজনে জাঁকজমক থাকছে। সুরাতের এক স্বর্ণ ব্যবসায়ী তাঁদের জন্য সোনায় মোড়া ফুলদানি আজ দুপুরে ‘বাস্তু’ আবাসনে নিয়ে এসেছিলেন।
রণবীর-আলিয়ার বিয়েতে হাজির থাকবেন কাপুর পরিবার থেকে কারিনা, সাইফ আলী খান, কারিশমা, নীতু কাপুর, আদার জৈন, ঋদ্ধিমা কাপুররা। ভাট পরিবারের পক্ষ থেকে মহেশ ভাট, রাহুল ভাট, পূজা ভাটরা অংশ নেবেন অনুষ্ঠানে। অন্যদিকে বলিউডের পক্ষ থেকে করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় লীলা বানশালিরা এই বিয়ের অংশ হতে পারেন।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:
রণবীর-আলিয়ার বিয়ে গত কয়েক দিন ধরে বলিউডের টপ অব দ্য টাউন। ভারতীয় সংবাদমাধ্যমের বিনোদন পাতা ভরপুর বলিউডের হার্থথ্রুব এই কাপলের বিয়ের খবরে। রণবীর- আলিয়ার ভক্তের সংখ্যা বাংলাদেশেও নেহাত কম নয়। ক্যারিয়ারে দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা। ভক্তদের মধ্যে তাই এই বিয়ে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল (বুধবার) রণবীরের মা, নীতু কাপুর জানিয়ে দিয়েছেন আজ (১৪ই এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া।
কোথায় হচ্ছে রণবীর- আলিয়ার বিয়ে
আজ গণেশ পূজা দিয়ে আলিয়া আর রণবীরের বিয়ের শুভারম্ভ হবে। আজ-ই আলিয়ার হাতে লাগানো হবে রণবীরের নামের মেহেদী। কাপুর পরিবার মেহেদী অনুষ্ঠানের জন্য তারকা মেহেদি শিল্পী বীনা নাগদাকে আনছেন না বলে খবর। পালি হিলের ‘বাস্তু’ আবাসনে আলিয়া আর রণবীরের বিয়ের নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আবাসনের একই বিল্ডিংয়ে রণবীর আর আলিয়ার অ্যাপার্টমেন্ট আছে। তাদের ‘বাস্তু’-কে আলো আর নানা ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাস্তু’-র নতুন সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। আলিয়া-রণবীরের বিয়েতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। মুম্বাইয়ের নামকরা সুরক্ষা এজেন্সি ‘৯/১১’ -কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ মোতায়েন করা হয়েছে।
কখন হবে বিয়ের অনুষ্ঠান
পাঞ্জাবি রীতি মেনে মহেশ ভাট ও সোনি রাজদানের ছোট মেয়েকে বিয়ে করবেন রণবীর। পরিবার সূত্রে খবর, সকাল ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হবে। দুপুর ২ থেকে ৩টার মধ্যে সাত পাক ঘোরা শুরু হবে, ওটাই নির্ধারিত মহরত।
বিয়ের অনুষ্ঠানে কেমন সাজবেন রণবীর-আলিয়া
জানা যাচ্ছে, দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।
কারা কারা আমন্ত্রিত বিয়ের অনুষ্ঠানে
রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মাত্র ২৮ জন অতিথি। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত। অতিথি সংখ্যা সীমিত হলেও আয়োজনে জাঁকজমক থাকছে। সুরাতের এক স্বর্ণ ব্যবসায়ী তাঁদের জন্য সোনায় মোড়া ফুলদানি আজ দুপুরে ‘বাস্তু’ আবাসনে নিয়ে এসেছিলেন।
রণবীর-আলিয়ার বিয়েতে হাজির থাকবেন কাপুর পরিবার থেকে কারিনা, সাইফ আলী খান, কারিশমা, নীতু কাপুর, আদার জৈন, ঋদ্ধিমা কাপুররা। ভাট পরিবারের পক্ষ থেকে মহেশ ভাট, রাহুল ভাট, পূজা ভাটরা অংশ নেবেন অনুষ্ঠানে। অন্যদিকে বলিউডের পক্ষ থেকে করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় লীলা বানশালিরা এই বিয়ের অংশ হতে পারেন।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
২ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে