রণবীর সিংকে প্রতিদিনই কোনো না কোনো খবরে পাওয়া যায়। ছবিতে চুক্তি, ছবি মুক্তি—কত কী খবর এই অভিনেতাকে ঘিরে। এই যেমন গত সপ্তাহে আমেরিকার বাস্কেটবল লিগ এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) রণবীরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল। এ সপ্তাহেই রণবীরের মিউজিক লেবেল ‘ইন্সইঙ্ক’ থেকে বাংলা লোকগীতির গান ‘স্বপন’ প্রকাশিত হলো। মূক ও বধিরদের জন্য গান তৈরির উদ্যোগ নিয়েছেন রণবীর। সেখান থেকেই ‘ইন্সইঙ্ক’-এর জন্ম। এই মিউজিক লেবেল থেকে প্রতিটি গানের ভিডিওই তৈরি হয় সাইন ল্যাঙ্গুয়েজে। দীপান্বিতার গাওয়া ‘স্বপন’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
অমিতাভ, শাহরুখ, সালমানসহ বলিউডের অনেক তারকাই তাঁদের উপস্থিতিতে উজ্জ্বল করেছেন টেলিভিশনের পর্দা। পিছিয়ে থাকলেন না রণবীরও। হাজির হলেন ছোট পর্দায়। অনুষ্ঠানের নাম ‘দ্য বিগ পিকচার’। সঞ্চালক হিসেবে দেখা যাবে রণবীরকে। অনুষ্ঠানটির ফরম্যাট একটু অন্য রকম। ১২টি প্রশ্ন থাকবে, কিন্তু সব কটি প্রশ্নই ভিজ্যুয়াল-নির্ভর। সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে মিলবে প্রাইজ মানি। ১৬ অক্টোবর থেকে প্রতি শনি ও রোববার কালার্স চ্যানেলে রাত ৮টায় দেখা যাবে রণবীর কাপুরের এই কুইজ শো।
রণবীর অভিনীত ছবি নিয়েও আছে গরম খবর। গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় ছিল কপিল দেবের বায়োপিক ‘৮৩’। লকডাউনের পরে ‘৮৩’ ছবির মুক্তি নিয়ে বারবার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছেন নির্মাতারা। অবশেষে ঠিক হয়েছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। রণবীরের এই ছবির সঙ্গে সংঘর্ষও এড়িয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনও। আল্লু অর্জুনের ‘পুষ্প’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের বড়দিনে। রণবীরের ছবির সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ বদলেছেন ‘পুষ্প’ ছবির নির্মাতারা। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুনের ছবি।
‘৮৩’ ছবিটি ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দল নিয়ে তৈরি হয়েছে। কপিল দেবের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান।
রণবীর এত দিন ব্যস্ত ছিলেন করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির শুটিংয়ে। এখন ব্যস্ত কুইজ শো নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’।
রণবীর সিংকে প্রতিদিনই কোনো না কোনো খবরে পাওয়া যায়। ছবিতে চুক্তি, ছবি মুক্তি—কত কী খবর এই অভিনেতাকে ঘিরে। এই যেমন গত সপ্তাহে আমেরিকার বাস্কেটবল লিগ এনবিএ (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) রণবীরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল। এ সপ্তাহেই রণবীরের মিউজিক লেবেল ‘ইন্সইঙ্ক’ থেকে বাংলা লোকগীতির গান ‘স্বপন’ প্রকাশিত হলো। মূক ও বধিরদের জন্য গান তৈরির উদ্যোগ নিয়েছেন রণবীর। সেখান থেকেই ‘ইন্সইঙ্ক’-এর জন্ম। এই মিউজিক লেবেল থেকে প্রতিটি গানের ভিডিওই তৈরি হয় সাইন ল্যাঙ্গুয়েজে। দীপান্বিতার গাওয়া ‘স্বপন’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
অমিতাভ, শাহরুখ, সালমানসহ বলিউডের অনেক তারকাই তাঁদের উপস্থিতিতে উজ্জ্বল করেছেন টেলিভিশনের পর্দা। পিছিয়ে থাকলেন না রণবীরও। হাজির হলেন ছোট পর্দায়। অনুষ্ঠানের নাম ‘দ্য বিগ পিকচার’। সঞ্চালক হিসেবে দেখা যাবে রণবীরকে। অনুষ্ঠানটির ফরম্যাট একটু অন্য রকম। ১২টি প্রশ্ন থাকবে, কিন্তু সব কটি প্রশ্নই ভিজ্যুয়াল-নির্ভর। সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে মিলবে প্রাইজ মানি। ১৬ অক্টোবর থেকে প্রতি শনি ও রোববার কালার্স চ্যানেলে রাত ৮টায় দেখা যাবে রণবীর কাপুরের এই কুইজ শো।
রণবীর অভিনীত ছবি নিয়েও আছে গরম খবর। গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় ছিল কপিল দেবের বায়োপিক ‘৮৩’। লকডাউনের পরে ‘৮৩’ ছবির মুক্তি নিয়ে বারবার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছেন নির্মাতারা। অবশেষে ঠিক হয়েছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। রণবীরের এই ছবির সঙ্গে সংঘর্ষও এড়িয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনও। আল্লু অর্জুনের ‘পুষ্প’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের বড়দিনে। রণবীরের ছবির সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ বদলেছেন ‘পুষ্প’ ছবির নির্মাতারা। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুনের ছবি।
‘৮৩’ ছবিটি ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দল নিয়ে তৈরি হয়েছে। কপিল দেবের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান।
রণবীর এত দিন ব্যস্ত ছিলেন করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির শুটিংয়ে। এখন ব্যস্ত কুইজ শো নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে