Ajker Patrika

বিশ্বের উচ্চতম সিনেমাহলে অক্ষয়

বিনোদন ডেস্ক
বিশ্বের উচ্চতম সিনেমাহলে অক্ষয়

১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় লাদাখ উপত্যকায় তাবু ফেলে দেখানো হচ্ছে ‘বেলবটম’। একে বিশ্বের উচ্চতম সিনেমা হল বললেও ভুল হবে না। কারণ, এতটা উচ্চতায় তাবু ফেলে হলে চলছে এমন কোনও ছবি দেখানো হয়েছে তেমন রেকর্ড নেই। আর সেই প্রেক্ষিতেই নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না অক্ষয় কুমার। তিনি বলেন, ‘আমার বুক গর্বে ফুলে উঠছে এটা দেখে যে বিশ্বের উচ্চতম মোবাইল থিয়েটারে ছবিটি প্রদর্শিত হচ্ছে। যেখানকার উচ্চতা ১১,৫৬২ ফুট। -২৮ ডিগ্রিতেও এই থিয়েটার সিনেমা দেখানোর ক্ষমতা রাখে। অভূতপূর্ব!’

অক্ষয় কুমার অভিনীত বহুপ্রতীক্ষিত এই ছবি নিয়ে এমনিতেই সিনেপ্রেমীদের উন্মাদনা ছিল। মুক্তির পর প্রেক্ষাগৃহে অতটা ভালো চলেনি। তবে সেই দর্শকখরা করোনার কারণেই বলা যায়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ অগস্ট মুক্তি পেয়েছে। আর তার এক সপ্তাহের মধ্যেই লাদাখের এক মোবাইল থিয়েটার অর্থাৎ অস্থায়ী প্রেক্ষাগৃহে দেখানো হল ‘বেলবটম’। ছবি শেয়ার করে অক্ষয় নিজেই জানিয়েছেন সেকথা।

বিশ্বের উচ্চতম মোবাইল থিয়েটারলাদাখ উপত্যকার সেই অভিনব মোবাইল থিয়েটারের ছবি প্রকাশ পেয়েছে। অক্ষয় বলেন, ‘বেশ রোমাঞ্চকর লাগছে বিষয়টা।’ গত সপ্তাহেই পিকচার টাইম ডিজিপ্লেক্স নামের একটি প্রতিষ্ঠান লাদাখে এই মোবাইল থিয়েটারের সূচনা করে। এই প্রতিষ্ঠান মূলত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেই মোবাইল থিয়েটারে সিনেমা দেখায়। এটাই বিশ্বের সবথেকে উচু মোবাইল থিয়েটার। আর সেখানেই প্রদর্শিত হচ্ছে অক্ষয়ের ‘বেলবটম’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত