দেয়াল টপকে বলিউড অভিনেতা শাহরুখ খানের বাসভবন মান্নাতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছে দুই যুবক। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুজন পেছনের দেয়াল টপকে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর নিরাপত্তারক্ষীদের হাতে তারা ধরা পড়ে। এরপর নিরাপত্তারক্ষীরা বান্দ্রা থানায় অভিযোগ করলে পুলিশ দুই যুবককে থানায় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রাথমিক তদন্ত অনুসারে বান্দ্রা পুলিশ জানায়, দুই ব্যক্তি শাহরুখ খানের ভক্ত এবং তারা শারুখের সঙ্গে দেখা করতে চেয়েছিল, যার কারণে তারা অনুপ্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের পক্ষ থেকে অন্য কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ পায়নি পুলিশ। একবার তাদের প্রিয় নায়কের দেখা পাওয়ার জন্য কান্নাকাটিও করতে থাকে তারা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘জওয়ান-এর শুটিংয়ের জন্য শাহরুখ খান সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন।
শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘জওয়ান’ সিনেমা নিয়ে। ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এটির। শুটিংয়ের বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভারতেরই পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।
দেয়াল টপকে বলিউড অভিনেতা শাহরুখ খানের বাসভবন মান্নাতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছে দুই যুবক। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুজন পেছনের দেয়াল টপকে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর নিরাপত্তারক্ষীদের হাতে তারা ধরা পড়ে। এরপর নিরাপত্তারক্ষীরা বান্দ্রা থানায় অভিযোগ করলে পুলিশ দুই যুবককে থানায় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রাথমিক তদন্ত অনুসারে বান্দ্রা পুলিশ জানায়, দুই ব্যক্তি শাহরুখ খানের ভক্ত এবং তারা শারুখের সঙ্গে দেখা করতে চেয়েছিল, যার কারণে তারা অনুপ্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের পক্ষ থেকে অন্য কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ পায়নি পুলিশ। একবার তাদের প্রিয় নায়কের দেখা পাওয়ার জন্য কান্নাকাটিও করতে থাকে তারা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘জওয়ান-এর শুটিংয়ের জন্য শাহরুখ খান সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন।
শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘জওয়ান’ সিনেমা নিয়ে। ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এটির। শুটিংয়ের বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভারতেরই পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৩ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৩ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে