Ajker Patrika

প্রথমবারের মতো অক্ষয়

প্রথমবারের মতো অক্ষয়

সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমারের এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে। ঐতিহাসিক কোনো ব্যক্তির চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন অক্ষয় কুমার।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’। চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে নাম লেখাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনি এ ছবির অন্যতম আকর্ষণ। 

অক্ষয়-মানুষী ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় বীর যোদ্ধা কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। 

সিনেমায় চাঁদ বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু সুদ। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।

 ‘পৃথ্বীরাজ’ ছবিতে অক্ষয় কুমার ও মানুষী ছিল্লার২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন চন্দ্রপ্রকাশ ত্রিবেদি। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর অনেকবছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী।

২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী ছিল্লারকে পছন্দ হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।

২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত