বিমানবন্দরে তারকাদের আচার-আচরণ পাপারাজ্জিদের লেন্সবন্দি হয় সব সময়। ভক্তদের সঙ্গে বিমান বন্দরে তারকাদের যেমন দেখা যায় মেজাজ হারাতে, ঠিক তেমনি আবার দেখা যায় ভক্তদের সঙ্গে সুন্দর মুহূর্তে। এবার বিমানবন্দরে ভক্তের প্রতি সালমান খানের ভালোবাসা দেখে অবাক হয়েছেন গেলেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ভিডিওটিতে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সালমানকে। বলিউড ভাইজানকে দেখেই দূর থেকে ছুটে আসেন এক খুদে ভক্ত। আর তাকে ফিরিয়ে দেননি সালমান খান। কড়া নিরাপত্তাবলয় ভেঙে জড়িয়ে ধরে আদর করেন। সালমানের পাশে দাঁড়িয়ে সে ঘটনায় শুধু তাকিয়েই দেখেছে তাঁর নিরাপত্তাকর্মীরা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। ভাইজানের ব্যবহার নজর কেড়েছে নেটিজেনদের।
উল্লেখ্য, আবুধাবির এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন সালমান খান। বিমানবন্দরে ভাইজানের মিষ্টি আচরণ দেখে উচ্ছ্বসিত ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘ভাইজানের মধ্যেই প্রকৃত মানবিকতা রয়েছে।’ আরেকজন মন্তব্যে বলেছেন ‘এই কারণেই তিনি ভাইজান।’
বিমানবন্দরে তারকাদের আচার-আচরণ পাপারাজ্জিদের লেন্সবন্দি হয় সব সময়। ভক্তদের সঙ্গে বিমান বন্দরে তারকাদের যেমন দেখা যায় মেজাজ হারাতে, ঠিক তেমনি আবার দেখা যায় ভক্তদের সঙ্গে সুন্দর মুহূর্তে। এবার বিমানবন্দরে ভক্তের প্রতি সালমান খানের ভালোবাসা দেখে অবাক হয়েছেন গেলেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ভিডিওটিতে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সালমানকে। বলিউড ভাইজানকে দেখেই দূর থেকে ছুটে আসেন এক খুদে ভক্ত। আর তাকে ফিরিয়ে দেননি সালমান খান। কড়া নিরাপত্তাবলয় ভেঙে জড়িয়ে ধরে আদর করেন। সালমানের পাশে দাঁড়িয়ে সে ঘটনায় শুধু তাকিয়েই দেখেছে তাঁর নিরাপত্তাকর্মীরা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। ভাইজানের ব্যবহার নজর কেড়েছে নেটিজেনদের।
উল্লেখ্য, আবুধাবির এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন সালমান খান। বিমানবন্দরে ভাইজানের মিষ্টি আচরণ দেখে উচ্ছ্বসিত ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘ভাইজানের মধ্যেই প্রকৃত মানবিকতা রয়েছে।’ আরেকজন মন্তব্যে বলেছেন ‘এই কারণেই তিনি ভাইজান।’
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১ দিন আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১ দিন আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১ দিন আগে