Ajker Patrika

কবির সিংয়ে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নিকিতার 

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫: ১২
কবির সিংয়ে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নিকিতার 

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ সরব বলিউড অভিনেত্রী নিকিতা দত্ত। প্রায়ই তিনি হাজির হন বিভিন্ন অবতারে। ফ্যাশন সচেতন নিকিতা যেমন সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন, ঠিক তেমনি পর্দায় তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

ফেমিনা মিস ইন্ডিয়া ২০১২-এর অন্যতম চূড়ান্ত প্রতিযোগী ছিলেন নিকিতা। এরপর ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেকার হাম দিওয়ানা দিল’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।

 ২০১৫ সালে নিকিতা লাইফ ওকের ধারাবাহিক ‘ড্রিম গার্ল-এক লাড়কি দিওয়ানী সি’-এ অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন জগতে পা রাখেন। তিনি ধারাবাহিকটিতে শ্রদ্ধা আর্য ও মহসিন খানের সঙ্গে অভিনয় করেছিলেন।

 বলিউড অভিনেত্রী নিকিতা দত্ত। ছবি: ইনস্টাগ্রামতবে নিকিতার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৯ সালের ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কবির সিং’য়ে অভিনয়ের মাধ্যমে। শহীদ কাপুর–কিয়ারা আদভানি প্রধান দুটি চরিত্রে অভিনয় করলেও নিকিতার অভিনয় সবার নজর কাড়ে।

কবির সিংয়ের কারণে নিকিতার ক্যারিয়ারে আসতে থাকে একটার পর একটা সিনেমার প্রস্তাব। নিকিতা ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, কবির সিংয়ের জন্য তাঁর ক্যারিয়ারে সব হিসাব পাল্টে গিয়েছিল।

বলিউড অভিনেত্রী নিকিতা দত্ত। ছবি: ইনস্টাগ্রামগত বছরের শেষে মুক্তি পেয়েছে নিকিতার সিনেমা ‘রকেট গ্যাং’। সিনেমাটিতে নিকিতার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত