Ajker Patrika

অর্ধ পচাগলা মরদেহ উদ্ধার বলিউড অভিনেতার

অর্ধ পচাগলা মরদেহ উদ্ধার বলিউড অভিনেতার

ফের মনখারাপের খবর বলিউডে। মারা গেলেন অভিনেতা ব্রহ্ম মিশ্র। মির্জাপুর ওয়েবসিরিজে তাঁকে দেখা গিয়েছিল ললিতের চরিত্রে। তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মির্জাপুরের আরেক অভিনেতা দিব্যেন্দু শর্মা। বৃহস্পতিবার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তাঁর অর্ধ পচাগলা দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। হাসপাতালে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

শৈশব থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন ব্রহ্ম। বরাবরই তাঁর অভিনেতা হওয়ার স্বপ্নে তিনি পাশে পেয়েছেন তাঁর পরিবারকে। পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন ব্রহ্ম। পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে এসে বসবাস শুরু করেন অভিনেতা। মঞ্চ থেকেই অভিনয়ে হাতেখড়ি এই অভিনেতার। ২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘কেশরী’, ‘দঙ্গল’, ‘সুপার ৩০’-র মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে ‘মির্জাপুর’ ওয়েবসিরিজের ললিত চরিত্রটি।

ব্রহ্ম মিশ্রজানা যায়নি ঠিক কী কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। পুলিশের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গত ২৯ নভেম্বর বুকে যন্ত্রণার জেরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি, ডাক্তার তাকে বেশ কিছু ওষুধপত্র দেয়। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে অভিনেতার, তবে তা স্পষ্ট নয়।

জানা গেছে, ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ব্রহ্মর দেহ। পুলিশ বলছে, অটোপসি রিপোর্ট এলেই অভিনেতার মৃত্যুর কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে দু-তিন দিন আগেই মৃত্যু হয়েছে তার, এমনটাই প্রাথমিক তদন্তে বলা হয়েছে।

ব্রহ্ম মিশ্রঅভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা। মির্জাপুর ওয়েবসিরিজে তাঁর সহ অভিনেতা দিব্যেন্দু লিখেছেন,‘আমাদের ললিত আর নেই। সবাই তাঁর জন্য প্রার্থনা করুন’। শ্রিয়া পিলগাওকর লিখেছেন,‘হৃদয় ভেঙেগেল’। অভিনেতার এই অকাল মৃত্যুতে শোকাহত তাঁর সহ অভিনেতা থেকে শুরু করে গোটা বলিউড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত