কলকাতা প্রতিনিধি
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিলেন উত্তর প্রদেশের এক সাধু। তপস্বী ছাউনির মহন্ত পরমহংস আচার্য জানিয়েছে, ‘পাঠান’ সিনেমা এবং সিনেমাটির গান ‘বেশরম রং’-এর জন্য তিনি সামনাসামনি পেলে শাহরুখ জ্যান্ত পুড়িয়ে মারতে চান। তাঁর অভিযোগ, সিনেমাটিতে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে। ‘বেশরম রং’ গানটিতেই তিনি বেশরম বলে বর্ণনাও করেন।
এর আগে অযোধ্যার হনুমান গড়ির পুরোহিত মহন্ত রাজু দাসও কড়া সমালোচনা করেছিলেন ছবিটির। ছবির প্রযোজক যশরাজ ফিল্মসকে হুমকি দিয়ে সিনেমা হল ভাঙচুড়েরও হুমকি দেন। শাহরুখ খান অভিনিত পাঠান ছবিটি নিয়ে গোটা দেশেই বিতর্ক দেখা দিয়েছে। বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী সিনেমাটিকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছেন। অন্যদিকে, বিশিষ্টজনেদের একটি বড় অংশ চলচ্চিত্রের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন।
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিলেন উত্তর প্রদেশের এক সাধু। তপস্বী ছাউনির মহন্ত পরমহংস আচার্য জানিয়েছে, ‘পাঠান’ সিনেমা এবং সিনেমাটির গান ‘বেশরম রং’-এর জন্য তিনি সামনাসামনি পেলে শাহরুখ জ্যান্ত পুড়িয়ে মারতে চান। তাঁর অভিযোগ, সিনেমাটিতে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে। ‘বেশরম রং’ গানটিতেই তিনি বেশরম বলে বর্ণনাও করেন।
এর আগে অযোধ্যার হনুমান গড়ির পুরোহিত মহন্ত রাজু দাসও কড়া সমালোচনা করেছিলেন ছবিটির। ছবির প্রযোজক যশরাজ ফিল্মসকে হুমকি দিয়ে সিনেমা হল ভাঙচুড়েরও হুমকি দেন। শাহরুখ খান অভিনিত পাঠান ছবিটি নিয়ে গোটা দেশেই বিতর্ক দেখা দিয়েছে। বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী সিনেমাটিকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছেন। অন্যদিকে, বিশিষ্টজনেদের একটি বড় অংশ চলচ্চিত্রের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৩ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৩ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৩ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৩ ঘণ্টা আগে