২ নভেম্বর জন্মদিনের বিকেলটায় আরব সাগরের তীরবর্তী নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে দাঁড়াবেন কিং খান শাহরুখ। হাত নাড়বেন ভক্তদের উদ্দেশে, ছুড়ে দেবেন উন্মুক্ত চুমু। এটাই ছিল গত প্রায় দুই দশকের নিয়মিত দৃশ্য। এবার বদলে গেল সেই দৃশ্য। অবশ্য গত বছরেও করোনা পরিস্থিতির কারণে ঘোষণা দিয়েই আসেননি কিং খান। আর এ বছর ছেলে আরিয়ানের গ্রেপ্তার হওয়ার মতো ঘটনায় যেন স্বেচ্ছায় আড়াল নিলেন শাহরুখ।
আগেই গণমাধ্যমে খবর হয়েছিল ছেলে আরিয়ানকে নিয়ে আলিবাগের খামারবাড়িতে থাকবেন কিং খান। কিন্তু ভক্তদের বিশ্বাস ছিল শাহরুখ আসবেন। বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়বেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মান্নাতের সামনে। নাচে-গানে আর হই-হুল্লোড়ে ভক্তরা শুভেচ্ছা জানান তাঁদের নায়ককে। অনুরাগীদের উদ্দেশে মান্নাত থেকে আসে একটি পানির বোতল আর দুই প্যাকেট করে বিস্কুট। ভক্তরা সানন্দেই গ্রহণ করেছেন সেই উপহার। ক্রমেই ভিড় বাড়তে থাকলে অতিমারির কারণ দেখিয়ে বিকেলে সেই ভিড় সরিয়ে দেয় পুলিশ। মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হয় ভক্তদের। মান্নাতের বারান্দার শূন্য জায়গাটা শূন্যই রয়ে যায় পুরো বিকেল।
ভক্তদের পাশাপাশি সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কিং খান। টুইটারে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘আজ আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন ভাই…।’ ইন্ডাস্ট্রির দুই খানের পারিবারিক ঘনিষ্ঠতা, বন্ধুত্বের কথা সবার জানা। আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সব ব্যস্ততা সরিয়ে সালমান পৌঁছে গিয়েছিলেন মান্নতে। সালমানের আগামী ছবি ‘অন্তিম’-এর গান ‘ভাই কা বার্থডে’ও মুক্তি পেয়েছে ২ নভেম্বর। সালমান কিছু না বললেও ভক্তরা বলছেন, শাহরুখের জন্মদিন উপলক্ষেই গান প্রকাশ করেছেন সালমান। প্রীতি জিনতা টুইটারে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে। সব সময় তোমাকে হাস্যোজ্জ্বল দেখতে চাই।’ শুভেচ্ছা জানিয়েছেন জুহি চাওলা, ক্যাটরিনা, অক্ষয় কুমার, করণ জোহর, প্রসেনজিৎসহ অনেকেই।
ওদিকে, গত বছরের মতো এবারও দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত হলো শাহরুখ খানের নামে। গগনচুম্বী ভবনজুড়ে দেখা গেল শাহরুখের ছবি আর নাম। সঙ্গে গানের তালে লাইটিং। শাহরুখের বন্ধু মহম্মদ আলাবার, যিনি বুর্জ খলিফার মালিক, তিনি অভিনেতা বন্ধুকে শুভেচ্ছা জানান এভাবে।
তবে যাকে নিয়ে এত কিছু, দেখা মেলেনি সেই শাহরুখের। শাহরুখ কি এখন তাঁর খামারবাড়িতে? উত্তর জানা যায়নি। সমালোচকেরা মনে করছেন, আরিয়ানের গ্রেপ্তারের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন কিং খান, জনপ্রিয়তায় কিছুটা হলেও টান পড়েছে। শাহরুখের সাম্প্রতিক ছবিতেও চেহারায় ভেঙে পড়ার ছাপ স্পষ্ট।
তারকারাও অনেকেই মন্তব্য করেছেন অভিনেতা শাহরুখ সফল হলেও বাবা শাহরুখ ব্যর্থতার পরিচয় দিয়েছেন ছেলেকে মানুষ করার ব্যাপারে। শত্রুঘ্ন সিনহা আগেই প্রশ্ন তুলেছেন বাবা হিসেবে শাহরুখের সাফল্য আর ব্যর্থতা নিয়ে। এদিকে ২০১৮ সালে ‘জিরো’র পর নতুন ছবির তালিকাটাও শূন্যতেই আটকে আছে শাহরুখের। এই মধ্যে ঘোষাণা হয়েছে বড় বড় সব ছবির মুক্তির তারিখ। কিন্তু ২০২২ পর্যন্ত নেই শাহরুখের কোনো ছবির ঘোষণা। সাম্প্রতিক শুটিংগুলোও বাতিল হয়েছে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর। সব মিলে প্রায় বছর পাঁচেক বক্স অফিসের তলানিতেই পড়ে থাকছেন শাহরুখ—এমনটাই হিসাব কষছে গণমাধ্যমগুলো।
২ নভেম্বর জন্মদিনের বিকেলটায় আরব সাগরের তীরবর্তী নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে দাঁড়াবেন কিং খান শাহরুখ। হাত নাড়বেন ভক্তদের উদ্দেশে, ছুড়ে দেবেন উন্মুক্ত চুমু। এটাই ছিল গত প্রায় দুই দশকের নিয়মিত দৃশ্য। এবার বদলে গেল সেই দৃশ্য। অবশ্য গত বছরেও করোনা পরিস্থিতির কারণে ঘোষণা দিয়েই আসেননি কিং খান। আর এ বছর ছেলে আরিয়ানের গ্রেপ্তার হওয়ার মতো ঘটনায় যেন স্বেচ্ছায় আড়াল নিলেন শাহরুখ।
আগেই গণমাধ্যমে খবর হয়েছিল ছেলে আরিয়ানকে নিয়ে আলিবাগের খামারবাড়িতে থাকবেন কিং খান। কিন্তু ভক্তদের বিশ্বাস ছিল শাহরুখ আসবেন। বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়বেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মান্নাতের সামনে। নাচে-গানে আর হই-হুল্লোড়ে ভক্তরা শুভেচ্ছা জানান তাঁদের নায়ককে। অনুরাগীদের উদ্দেশে মান্নাত থেকে আসে একটি পানির বোতল আর দুই প্যাকেট করে বিস্কুট। ভক্তরা সানন্দেই গ্রহণ করেছেন সেই উপহার। ক্রমেই ভিড় বাড়তে থাকলে অতিমারির কারণ দেখিয়ে বিকেলে সেই ভিড় সরিয়ে দেয় পুলিশ। মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হয় ভক্তদের। মান্নাতের বারান্দার শূন্য জায়গাটা শূন্যই রয়ে যায় পুরো বিকেল।
ভক্তদের পাশাপাশি সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কিং খান। টুইটারে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘আজ আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন ভাই…।’ ইন্ডাস্ট্রির দুই খানের পারিবারিক ঘনিষ্ঠতা, বন্ধুত্বের কথা সবার জানা। আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সব ব্যস্ততা সরিয়ে সালমান পৌঁছে গিয়েছিলেন মান্নতে। সালমানের আগামী ছবি ‘অন্তিম’-এর গান ‘ভাই কা বার্থডে’ও মুক্তি পেয়েছে ২ নভেম্বর। সালমান কিছু না বললেও ভক্তরা বলছেন, শাহরুখের জন্মদিন উপলক্ষেই গান প্রকাশ করেছেন সালমান। প্রীতি জিনতা টুইটারে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে। সব সময় তোমাকে হাস্যোজ্জ্বল দেখতে চাই।’ শুভেচ্ছা জানিয়েছেন জুহি চাওলা, ক্যাটরিনা, অক্ষয় কুমার, করণ জোহর, প্রসেনজিৎসহ অনেকেই।
ওদিকে, গত বছরের মতো এবারও দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত হলো শাহরুখ খানের নামে। গগনচুম্বী ভবনজুড়ে দেখা গেল শাহরুখের ছবি আর নাম। সঙ্গে গানের তালে লাইটিং। শাহরুখের বন্ধু মহম্মদ আলাবার, যিনি বুর্জ খলিফার মালিক, তিনি অভিনেতা বন্ধুকে শুভেচ্ছা জানান এভাবে।
তবে যাকে নিয়ে এত কিছু, দেখা মেলেনি সেই শাহরুখের। শাহরুখ কি এখন তাঁর খামারবাড়িতে? উত্তর জানা যায়নি। সমালোচকেরা মনে করছেন, আরিয়ানের গ্রেপ্তারের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন কিং খান, জনপ্রিয়তায় কিছুটা হলেও টান পড়েছে। শাহরুখের সাম্প্রতিক ছবিতেও চেহারায় ভেঙে পড়ার ছাপ স্পষ্ট।
তারকারাও অনেকেই মন্তব্য করেছেন অভিনেতা শাহরুখ সফল হলেও বাবা শাহরুখ ব্যর্থতার পরিচয় দিয়েছেন ছেলেকে মানুষ করার ব্যাপারে। শত্রুঘ্ন সিনহা আগেই প্রশ্ন তুলেছেন বাবা হিসেবে শাহরুখের সাফল্য আর ব্যর্থতা নিয়ে। এদিকে ২০১৮ সালে ‘জিরো’র পর নতুন ছবির তালিকাটাও শূন্যতেই আটকে আছে শাহরুখের। এই মধ্যে ঘোষাণা হয়েছে বড় বড় সব ছবির মুক্তির তারিখ। কিন্তু ২০২২ পর্যন্ত নেই শাহরুখের কোনো ছবির ঘোষণা। সাম্প্রতিক শুটিংগুলোও বাতিল হয়েছে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর। সব মিলে প্রায় বছর পাঁচেক বক্স অফিসের তলানিতেই পড়ে থাকছেন শাহরুখ—এমনটাই হিসাব কষছে গণমাধ্যমগুলো।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৪ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৫ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৫ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে